Latest News

6/recent/ticker-posts

Ad Code

'একটা পাথরও ফেলবো না যদি ভোট না পাই', বেফাঁস মন্তব্য উদয়নের

'একটা পাথরও ফেলবো না যদি ভোট না পাই', বেফাঁস মন্তব্য উদয়নের

Udyan Guha


একটা পাথরও ফেলবো না যদি ভোট না পাই। ভোটের আগেই মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিআইএম।

দিনহাটার ১ নং ব্লকের ভিলেজ ২ গ্রামপঞ্চায়েত এর নিগামনগর এলাকায় জনসংযোগে বের হয়ে একটি বুথের বাসিন্দাদের রাস্তার কাজ নিয়ে শর্তসাপেক্ষে ভোট দেওয়ার কথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুথে জনসংযোগে বের হয়ে বাসিন্দাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এবার আমি একটা পাথরও ফেলব না যদি ভোট না পাই। শনিবার দিনহাটা এক বি ব্লকের ভিলেজ ২ গ্রামপঞ্চায়েত এলাকার ৭ এর ২৭৪ ও ৭ এর ২৭৫ নম্বর বুথে জনসংযোগ করেন মন্ত্রী উদয়ন গুহ। সে সময় বাসিন্দাদের পক্ষ থেকে রাস্তার কাজের কথা বলা হলে তাদেরকে শর্তসাপেক্ষে ভোট দেওয়ার কথা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যদিও ওই বুথে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল।

উদয়ন গুহ বলেন, কি হয় নিশীথ প্রামাণিক কে ভোট দিলে, কি লাভ হয়েছে। তারপরেও বাজারে এসে এখানে ওখানে ঘোরাঘুরি করে। তোমাদের ওপর আমার খুব রাগ আছে। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিআইএম। সিপিআইএম নেতা শুভ্রালোক দাস এবং বিজেপি নেতা বিরাজ বোস মন্ত্রী র এই মন্তব্য কে কটাক্ষ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code