সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সূর্য কান্ত
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সূর্য কান্ত। আজ রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। বিদায়ী প্রধান বিচারপতি বিআর গবই অবসর নেওয়ার পর ৫৩তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন তিনি।
বিদায়ী প্রধান বিচারপতি গবইয়ের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতিই বিচারপতি কান্তকে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিলেন। এদিন হল শপথ গ্রহণ অনুষ্ঠান। বিচারপতি কান্ত এই পদে থাকবেন ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তাঁর অবসরের পরে দেশের প্রধান বিচারপতি হওয়ার কথা বিচারপতি বিক্রম নাথের।
রবিবার ৬৫ বছরে পা দিয়েই প্রধান বিচারপতির পদ ছেড়েছেন বিচারপতি গবই। তাঁর পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বরিষ্ঠতম এখন বিচারপতি কান্ত। সেই কারণে তাঁকেই উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে।
১৯৬২ সালে হরিয়ানায় জন্ম সূর্য কান্তের। ১৯৮৪ থেকে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০০ সালে হরিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল হন বিচারপতি কান্ত। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল ২০০৪ সালের ৯ জানুয়ারি। পরে হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতির পদ সামলেছেন ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত। ওই বছরের ২৪ মে বিচারপতি কান্ত চলে আসেন সুপ্রিম কোর্টে। ২০২৪ সালের নভেম্বর থেকে দেশের শীর্ষ আদালতের লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊