Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Recruitment: চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পরীক্ষায় নতুনরা কেন? ফের কি জটিলতা!

SSC Recruitment: চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পরীক্ষায় নতুনরা কেন? ফের কি জটিলতা!

ssc case


প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশ ও নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। আর তারপরেই শুরু হয়েছে নানাবিধ বিতর্ক। মামলা গিড়েয়েছে আদালতে। এবার ফের তৈরি হলো জটিলতা। নতুন চাকরিপ্রার্থীদের নিয়ে নতুন বিধিতে পরীক্ষা নেওয়ায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। আদালতের রায়ে যাঁরা চাকরিহারা হয়েছেন, তাঁদের সঙ্গে কেন নতুনদের নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হল, কেন নতুন বিধি তৈরি করে পরীক্ষা নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলল দেশের সুপ্রিমকোর্ট।

এদিন আদালত জানায়, আগের দায়ে ২০১৬ সালের প্যানেল বাতিল করা হয়েছে। দাগি নন যাঁরা, তাঁদের জন্য নতুন করে প্রক্রিয়া সংঘটিত করতে হবে। এদিন আদালত বলে, ওই রায়ে কোথাও বলা হয়নি যে, চাকরিহারাদের নিয়ে সংঘটিত নিয়োগ প্রক্রিয়ায় নতুন চাকরিপ্রার্থীরা অংশ নিতে পারবেন। নতুন করে বিধি তৈরি হবে এবং সেই মতো কাজ হবে বলে নির্দেশনামায় কোথায় ছিল না বলে জানান বিচারপতি সঞ্জয়কুমার। আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনকে।

বিচারপতি সঞ্জয়কুমার বলেন, "সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তার উদ্দেশ্য ছিল, যাঁরা চিহ্নিত অযোগ্য ছিলেন না, যাঁরা চাকরি হারিয়েছেন,তাঁদের চাকরির সুযোগ দেওয়া। তার জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংঘটিত করা। এই যে নতুন করে শূন্যপদ তৈরি করা হল, নতুন প্রার্থীরা যাঁরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিলেন, এই সিদ্ধান্ত SSC নিয়েছে। আদালত এমন নির্দেশ দেয়নি।"

পাশাপাশি আদালত স্পষ্ট জানায়, ২০১৬ সালের প্রার্থীদের নতুন বিধি চাপিয়ে দেওয়া যায় না। তাঁরা যদি কোনও ভাবে বঞ্চিত হন, তা আদালতের রায়ের উদ্দেশ্য ছিল না। আদালত জানিয়েছে, মূল মামলার রায়ে কোথাও বলা ছিল না নতুন প্রার্থীদের নিয়োগ করতে হবে, নতুন বিধি আনতে হবে। নতুন বিধি প্রয়োগের কথা বলা হয়নি মূল রায়ে। এই যে বার বার অভিযোগ হচ্ছে, মামলা দায়ের হচ্ছে, এর জন্য SSC-কেই দায়ী করেছে আদালত।




SSC-র উদ্দেশে এদিন আদালত বলে, "রায়ে বলেছিলাম নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুনদের নিয়ে আসুন। নতুন শূন্যপদ করে নতুন প্রার্থীদের আনতে বলিনি, ওটা আপনারা করেছেন। আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন, নতুন শূন্যপদ তৈরি করেছেন। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যোগ্য প্রার্থীদের জন্য নতুন করে নিয়োগ। আদালতের রায়ে চাকরিহারাদের সুযোগ দিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংঘটিত করতে বলা হয়। কিন্তু তার মানে এই নয় যে আপনারা নতুন বিধি করে পরীক্ষা নেবেন।"

এদিন সুপ্রিমকোর্ট শিক্ষক-অশিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন তুলে যে ৪৪টি আবেদন জমা পড়েছিল, সেগুলিকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code