নির্বাসনের শাস্তি কার্যকর হচ্ছে না এখনই, হাঁফ ছেড়ে বাঁচলো রোনাল্ড ও পর্তুগাল
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’ শেয়ারকে কনুই দিয়ে পিঠে মারায় প্রথমে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। এর পর ‘ভার’ দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি। রোনাল্ডোকে লাল কার্ড দেখান। দেশের হয়ে ২২ বছরে সে বারই প্রথম লাল কার্ড দেখেছিলেন রোনাল্ডো। ফলে আগামী দুই ম্যাচ নির্বাসিত হওয়ার কথা সিআর 7 -এর। কিন্তু এখনই সেই নির্বাসন লাঘু হচ্ছে না বলেই খবর। ফলে কিছুটা স্বস্তি পেল পর্তুগাল। হাফ ছেড়ে বাঁচলো রোনাল্ডোও।
জানা যাচ্ছে, গত ম্যাচে লাল কার্ড দেখলেও বিশ্বকাপে খেলতে কোনও সমস্যা নেই রোনাল্ডোর। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর খবর অনুযায়ী, রোনাল্ডোর তিন ম্যাচ নির্বাসনের শাস্তি হলেও, ফিফা সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী দু’টি ম্যাচে নির্বাসনের শাস্তি এখনই বলবৎ হচ্ছে না। আগামী এক বছরের মধ্যে একই অপরাধ রোনাল্ডো আবার করলে, তাঁকে নির্বাসিত হতে হবে।
‘বিবিসি’ জানিয়েছে, রোনাল্ডোর ক্ষেত্রে ফিফা নমনীয় হয়েছে। কারণ, দেশের হয়ে ২২৬টি ম্যাচ খেলার পর রোনাল্ডো প্রথম লাল কার্ড দেখেছিলেন। আয়ারল্যান্ড ম্যাচের পর আর্মেনিয়ার বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো নির্বাসিত থাকেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊