SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, তাঁকিয়ে সকলেই
SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি । আজ ৩ মামলারই শুনানি বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে । আরও একটি মামলা মঙ্গলবার, মামলা গ্রহণ বিচারপতি অমৃতা সিন্হার। স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই ফের আইনি জট। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন নানা অভিযোগ তোলা হয়েছে তেমনি মামলা গড়িয়েছে আদালতেও। আন্দোলনে নেমেছে নতুন চাকরি প্রার্থীরাও।
নতুন নিয়োগ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া তিনটি মামলার বিষয়বস্তু কী? দেখে নেওয়া যাক এক নজরে
প্রথম মামলা: ইন্টারভিউয়ের তালিকায় 'দাগি' প্রার্থীর নাম থাকার অভিযোগ
দ্বিতীয় মামলা: আংশিক সময়ের শিক্ষক এবং স্বাস্থ্য দফতরের কর্মীদের 'অভিজ্ঞতার ১০ নম্বর' দেওয়ার অভিযোগ
তৃতীয় মামলা: সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয়, এমন স্কুলের শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর দেওয়ার দাবি
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়েছে গত শনিবার। আর তালিকা প্রকাশ হতেই হইচই। লিখিত পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েও অভিজ্ঞতায় পিছিয়ে থাকার জন্য ডাক পাননি অনেক নতুন প্রার্থী। এ বার এমনই নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এনিয়ে একটি মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।
শনিবার একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ পাওয়ার পর শুরু হয় বিতর্ক। মামলাকারীদের দাবি, ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকায় একাধিক ‘দাগি অযোগ্য’-এর নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কী ভাবে তাঁদের এই সুযোগ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাকিরা। এমনকি, অভিযোগ, প্রাইমারি স্কুলে চাকরি করেছেন এমন অনেকেই শিক্ষকতার অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন। এমনকি আংশিক সময় কাজ করেও অভিজ্ঞতার নম্বর পাওয়ার সুবিধার অভিযোগ উঠেছে। এ সব অনিয়মের বিরুদ্ধেই হাই কোর্টে গিয়েছেন শিক্ষকেরা। আগামী বুধবার বিচারপতি অমৃতা সিংহর বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
শনিবার যে তালিকা প্রকাশ হয়েছে তাতে ২০০০০ জনের নাম রয়েছে। কিন্তু নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ৬০-এ ৬০ পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি! ফলে ক্ষুব্ধ তারাও।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊