Latest News

6/recent/ticker-posts

Ad Code

'দাগি'দের বিস্তারিত তালিকা প্রকাশ করতে বললো হাইকোর্ট!

'দাগি'দের বিস্তারিত তালিকা প্রকাশ করতে বললো হাইকোর্ট! 

ssc case


বাদ দিতে হবে অযোগ্যদের। পূর্ণাঙ্গ তালিকা বিস্তারিত বিবরণ সহ প্রকাশ করতে হবে। এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের একাদশ-দ্বাদশে ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই হইচই পড়ে চাকরি প্রার্থীদের মধ্যে। দাগি অযোগ্যর নাম থাকার অভিযোগে ওঠে। 'ইন্টারভিউ তালিকায় দাগিদের নিয়ে', সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অমৃতা সিন্হা। 'দাগি' তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কোনও 'দাগি' প্রার্থী অংশ নিয়েও নেন, তাহলে তাঁর নাম বাদ দিতে হবে। জানালেন বিচারপতি।

দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে শুধু নাম ও রোল নম্বর থাকলেও অন্য কোনো তথ্য নেই এবার বাবার নাম ও ঠিকানা, ইত্যাদি বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এমনটাই খবর। বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট দাগিদের তালিকাপ্রকাশ করতে বলেছিল, তার উদ্দেশ্য এটা ছিল, যেন কোনও 'চিহ্নিত অযোগ্য' প্রার্থী যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। বিচারপতি বলেন, ২০১৬ এবং ২০২৫ এ যাঁরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিয়েছে, তাদের একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনও ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায়না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে "দাগি" দের সনাক্ত করা যায় সেই জন্য আরও বিস্তারিত তথ্য দিয়ে "দাগি"দের তালিকা প্রকাশ করতে হবে।

জানা যাচ্ছে মামলাকারীরা চারজন দাগির নাম উল্লেখ করেছে। তাঁদের মধ্যে দুজন বিশেষ ভাবে সক্ষম। কমিশন আদালতে জানায়, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কিছু ছাড় দিয়েছে। কিন্তু এই দুজন তো "দাগি"। এরা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে ? বিচারপতি আরোও স্পষ্ট করেন বিশেষ ছাড় বলতে বয়সজনিত ছাড় পাবেন। এরা কিন্তু উল্লিখিতরা তো চিহ্নিত অযোগ্য, দাগি প্রার্থী ! তারা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন?

সর্বোপরি বিচারপতির পর্যবেক্ষণ, যদি কোনো দাগি প্রার্থীর নায় তালিকায় থাকে তবে সেই নাম গুলো বাদ দিতে হবে‌ এটাই সুপ্রিমকোর্টের নির্দেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code