Latest News

6/recent/ticker-posts

Ad Code

'বাংলার ভোট রক্ষা শিবির' , SIR সহায়তা কেন্দ্র ওকড়াবাড়ীর বালাকান্দি এলাকায়

'বাংলার ভোট রক্ষা শিবির' , SIR সহায়তা কেন্দ্র ওকড়াবাড়ীর বালাকান্দি এলাকায়

SIR



রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR। ভোটার তালিকার এই নিবিড় সংশোধন গত ৪ই নভেম্বর থেকে শুরু হয়েছে। যা চলবে ৪ই ডিসেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এনুমারেশন ফর্ম বিলি করছেন। আর এই SIR কে ঘিরে বড় ঘোষনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে SIR সহায়তা কেন্দ্র করে জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষনা করেছিলেন তিনি। সেই মতোই সিতাই বিধানসভার ওকড়াবাড়ী অঞ্চলের বালাকান্দি গ্রামে দেখা গেল সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সহায়তা কেন্দ্র। যেখানে বসে রয়েছে কয়েকজন যুবক থেকে মধ্য বয়স্ক মানুষজন। গ্রামের মানুষদের SIR ফর্ম পূরণে যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তাই এই সহায়তা কেন্দ্র। এক মাস ব্যাপী এই সহায়তা কেন্দ্র থাকবে বলেই জানান এলাকার পঞ্চায়েত সদস্য নাসির হোসেন। আর এই সহায়তা কেন্দ্রের নাম দেওয়া হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, যতদিন SIR ফর্ম পূরণের কাজ চলবে ততদিন মানুষের সহযোগিতায় এই শিবির চলবে। যাতে সাধারণ মানুষ SIR-র ফর্ম পূরণে কোনো ভুল না করে, কোনো সমস্যায় না পড়ে তাই এই শিবির কাজ করছে বলে জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code