সন্ধ্যায় দোকানে বসে BLO-র এস আই আর ফর্ম বিলি,ভিডিও তুলতে গেলে বিরোধীদের সঙ্গে হাতাহাতি শাসক দলের! উত্তেজনা
দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ:
এবার সন্ধ্যায় দোকানে বসে এস আই আর ফরম বিলি কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো।ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার কন কন দীঘি অঞ্চলের কাঁশারিপাড়া 241 নম্বর বুথে।জানা যায়, সন্ধ্যায় বিএলও তনুশ্রী হালদার শাসকদলের বি এল এ অসিত হালদারের সঙ্গে দোকানে বসে ফর্ম বিলি করছিল বলে অভিযোগ।
বিরোধীদের পক্ষ থেকে মেইল এর মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনার দপ্তরে। বিজেপির অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও অন্যান্য তৃণমূল নেতাদের নিয়ে বিএলও তনুশ্রী হালদার একটি চা দোকানের পাশে বসে ফরম বিলি করছিলেন গতকাল সন্ধ্যা 6:30 নাগাদ। সেই ফর্ম বিতরণের ছবি তুলতে গিয়ে বিরোধীরা শাসক দলের আক্রমণের শিকার হন। সাময়িক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যিনি ছবি তুলছিলেন তার মোবাইল কেড়ে নিতে যান তৃণমূলের বি এল এ অসিত কাঁশারি। দেরি না করে এই ঘটনার ভিডিও সহ মেলের মাধ্যমে নির্বাচন কমিশনার কে জানান বিজেপি নেতা দিপু বর।
যার বিরুদ্ধে অভিযোগ সেই অসিত কাঁসারি জানিয়েছেন কিছু ফর্ম কয়েকজন ব্যক্তির বাড়ি দিতে গিয়ে তাদের দেখা পাইনি, রাস্তায় দেখা হতে সেখানে তাদের ফর্ম দিচ্ছিলাম, একই কথা জানিয়েছেন বি এল ও তনুশ্রী হালদার। এই নিয়ে শাসক এবং শাসক বিরোধী তরজা তুঙ্গে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊