অনাথ আশ্রমে বুলডোজার, প্রতিবাদে দুর্গাপুরে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ কর্মসূচি
দুর্গাপুর: দুর্গাপুরের প্রান্তিক বাসস্ট্যান্ডের কাছে একটি নবনির্মিত অনাথ আশ্রমে বুলডোজার চালানোর প্রতিবাদে গতকাল দুর্গাপুর নাগরিক সমিতি এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘটনাটি স্থানীয় প্রশাসন এবং ডিএসপি (দুর্গাপুর স্টীল প্ল্যান্ট) কর্তৃপক্ষের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
জানা যায়, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং নিজের লোন নেওয়া অর্থে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া জমিতে এই অনাথ আশ্রমটি তিলে তিলে গড়ে তুলছিলেন। এই আশ্রমটি বনগ্রাম পরমানন্দ মিশন আশ্রমের একটি শাখা হিসেবে তৈরি হচ্ছিল, যেখানে মূল আশ্রমের প্রায় ৫০০-এর বেশি অনাথ ছাত্রের একাংশের উচ্চশিক্ষার জন্য থাকার কথা ছিল।
তবে অভিযোগ উঠেছে যে, রাজ্য সরকারের বঞ্চনা ও বেনিয়মের বিরুদ্ধে দীর্ঘ ১০১৫ দিন ধরে আপোসহীন সংগ্রাম চালানোয় ভাস্কর ঘোষকে ভয় বা প্রলোভন দেখিয়ে দমানো না যাওয়ায়, তাঁর নবনির্মিত এই আশ্রমটিতে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আশ্রমটি গুঁড়িয়ে দেওয়ার এই ঘটনাকে আন্দোলনকারীরা বর্তমান সরকারের 'মানবিকতার প্রকৃত রূপ' বলে তীব্র নিন্দা করেছেন।
এই অনৈতিক কাজের প্রতিবাদে গতকাল বেলা ১২টা নাগাদ এক সুবিশাল মিছিল শুরু হয় ঘটনাস্থল, অর্থাৎ দুর্গাপুরের প্রান্তিক বাসস্ট্যান্ড সংলগ্ন ফাইন আর্টস ক্লাবের পাশের ২/১ টেগোর প্লেস কোয়ার্টার থেকে। মিছিলটি দুর্গাপুর স্টীল প্ল্যান্টের মূল অফিস পর্যন্ত এগিয়ে যায়। এরপর সংগঠনের নেতৃত্বে ডিএসপি অফিসের প্রবেশদ্বারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগের তীর ডিএসপি-র দুই অভিযুক্ত অফিসারের দিকে, যারা সম্পূর্ণ বেআইনিভাবে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় এই আশ্রমটি ভেঙে দিয়েছেন।
প্রচণ্ড গরম উপেক্ষা করেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য-সদস্যাগণ তাঁদের প্রিয় আহ্বায়ক ভাস্কর ঘোষের পাশে দাঁড়িয়ে এই অনৈতিক বুলডোজার চালানোর প্রতিবাদ করতে উপস্থিত হয়েছিলেন। বিক্ষোভ চলাকালীন মঞ্চের তরফ থেকে ডিএসপি কর্মকর্তাদের বিরুদ্ধে নানা বেনিয়মের কথা তুলে ধরা হয়। একইসঙ্গে তাঁরা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যেকোনো মূল্যে তাঁরা এই আশ্রমটি ফের গড়ে তুলবেনই এবং অনৈতিকভাবে ভাঙার জন্য অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই এই বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
.webp)
.webp)
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊