দলীয় কোন্দলে উত্তপ্ত কোচবিহার: চেয়ারম্যান পদ ছাড়তে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ, তবে নেত্রীর নির্দেশই শেষ কথা!
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার চেয়ারম্যান পদ নিয়ে তীব্র কোন্দল প্রকাশ্যে এল। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতির পদত্যাগের দাবি সরাসরি খারিজ করে দিয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিলেই তিনি চেয়ারম্যান পদ ছাড়বেন। জেলা সভাপতির এই ধরনের নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সাম্প্রতিক মন্তব্যে জেলার রাজনীতিতে শোরগোল পড়েছে। জেলা সভাপতির নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, "তৃণমূলের জেলা সভাপতি এক্তিয়ার বহির্ভূত ভাবে কাজ করেছেন। তিনি আমাকে পদত্যাগ করতে বলতে পারেন না।"
তবে একই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর চূড়ান্ত আনুগত্যের কথাও জোর দিয়ে প্রকাশ করেন এই প্রবীণ নেতা। তিনি বলেন, "আমি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। তিনি যদি বিষ খেয়ে মরতে কিংবা হাওরা ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে বলেন, সেটাই করব। তাঁর যা নির্দেশ, মাথা পেতে সেটাই নেব।" অর্থাৎ, দলীয় কোন্দলের মধ্যে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে, চেয়ার ছাড়ার বিষয়ে নেত্রীর নির্দেশই তাঁর কাছে চূড়ান্ত।
এই ঘটনা থেকে স্পষ্ট যে, কোচবিহার তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব এবং গোষ্ঠীকোন্দল চরমে পৌঁছেছে। এর আগেও দলের অভ্যন্তরীণ বিবাদ নিয়ে রবীন্দ্রনাথ ঘোষকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল। এবার চেয়ারম্যানের পদ নিয়ে তাঁর এই অনমনীয় মনোভাব দলের শৃঙ্খলা ও সমন্বয়ের উপর আরও প্রশ্ন তুলে দিল। রাজনৈতিক মহলের ধারণা, এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হস্তক্ষেপ করতে পারেন স্বয়ং দলনেত্রী।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊