Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়িতে স্কুলে যাওয়ার পথে চার ছাত্রীকে অপহরণ করে ভিনরাজ্যে পাচারের চেষ্টা

শিলিগুড়িতে স্কুলে যাওয়ার পথে চার ছাত্রীকে অপহরণ করে ভিনরাজ্যে পাচারের চেষ্টা


Siliguri schoolgirl trafficking, child trafficking attempt, Siliguri Junction station, TT officer rescue, West Bengal news, schoolgirls kidnapped, trafficking in Siliguri, Siliguri Girls School, Jotsnamoyee School, child safety, breaking news Siliguri, Amit Sarkar Legal Aid, police investigation Siliguri, Bengal crime news, school security Bengal
photo:symbolic


শিলিগুড়িতে ফের নাবালিকা পাচারের চক্রান্তে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে চার ছাত্রীকে অপহরণ করে ভিনরাজ্যে পাচারের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাবুপাড়ার জোৎস্নাময়ী স্কুলের তিনজন এবং শিলিগুড়ি গার্লস’ স্কুলের একজন ছাত্রীকে এক মহিলা টোটোতে তুলে নিয়ে যায় শিলিগুড়ি জংশন স্টেশনে।

ট্রেনের টিকিট কাটার সময় টিটি মাস্টারের সন্দেহ হওয়ায় ঘটনাটি প্রকাশ্যে আসে। ছাত্রীরা জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা খুলে বললে, রেলকর্মীরা তাদের আটক করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে অভিভাবকদের হাতে নাবালিকাদের তুলে দেওয়া হয়। অভিযুক্ত মহিলা সেই সুযোগে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকার ঘটনাস্থলে পৌঁছে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিভাবকদের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত মহিলা কয়েকদিন ধরেই ছাত্রীদের নানা প্রলোভন দেখিয়ে “জীবন বদলে দেওয়ার” প্রতিশ্রুতি দিচ্ছিল। এক অভিভাবক জানান, স্টেশন থেকে ফোন পেয়ে তিনি ছুটে যান এবং জানতে পারেন তাঁর মেয়েকে ভিনরাজ্যে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

জোৎস্নাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা বনানী রায় জানান, তিনজন পড়ুয়া স্কুলে প্রবেশই করেনি। স্কুল চত্বরে সিসিটিভি নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে বাইরে ঘটে যাওয়া ঘটনার জন্য স্কুল দায়ী নয় বলেই মত তাঁর। প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে স্কুল শুরু ও ছুটির সময় পুলিশ মোতায়েনের ব্যবস্থা করতে।

এই ঘটনার পর শহরজুড়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। নাবালিকা পাচারের এই চক্রান্ত রুখে দেওয়ায় রেলকর্মীদের তৎপরতা প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code