Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোনো ম্যাচ না খেলেই এক দিনের ক্রমতালিকায় আবার শীর্ষে রোহিত

কোনো ম্যাচ না খেলেই এক দিনের ক্রমতালিকায় আবার শীর্ষে রোহিত

Rohit Sharma


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামবেন রোহিত শর্মা আর তার আগে সুখবর। আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় আবার শীর্ষে উঠলেন রোহিত। কোনও ম্যাচ না খেলেই কয়েক দিন আগে এক থেকে দুইয়ে নেমে যাওয়া রোহিত ফিরলেন শীর্ষে।

আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে সেখানে শীর্ষস্থান ফিরে পেয়েছেন রোহিত। রোহিতের পয়েন্ট বাড়েনি। কিন্তু তাঁকে টপকে এক নম্বরে যাওয়া নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেলের পয়েন্ট কমেছে। ফলে আবার দু’নম্বরে নেমে এসেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রোহিত। ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ফিরে তৃতীয় ম্যাচে শতরান করেন। ছিনিয়ে নেন সিরিজ সেরার পুরস্কারও।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান। চার ও পাঁচ নম্বরে শুভমন গিল ও বিরাট কোহলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code