Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলা সিনেমা জগতে আসতে চলেছে রিয়েল বাংলা নতুন দুটি বাংলার ছায়া ছবি

বাংলা সিনেমা জগতে আসতে চলেছে রিয়েল বাংলার নতুন দুটি বাংলার ছায়া ছবি

Bengali Film


রিয়েল বাংলা প্রেজেন্ট শুরু হতে চলেছে দুটি বাংলা সিনেমার "আমি সেই মেয়ে"। আর একটি "সময়"। এই সিনেমা স্ক্রিপ্ট ও ডিরেক্টর রিয়েল বাংলা টিম ও প্রণয় হালদার করছে।প্রডিউসার অমিত এন্টারটেইনমেন্ট। এই গল্পটির হিরো হেরোইন পুরো নতুন। চিত্রাক্স ও অঙ্কুশ্রী।গল্পটা একদম নতুন স্বাদের। এই ছায়াছবি মিউজিক ডিরেক্টর এস রয়। গল্পের তিনটি গান আছে। শুটিং কলকাতার ,বকখালি, সুন্দরবন ,অঞ্চলের গ্রাম অঞ্চলের গল্প পুরুলিয়া।

গল্পের সংক্ষিপ্ত সারাংশ (ছোট করে): একটি দরিদ্র গ্রামের মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল এবং একদিন শুটিং দেখে তার মনে ইচ্ছা জন্মায় নায়িকা হওয়ার। মা নিষেধ করলেও মেয়েটি গোপনে একটি অডিশনের পোস্টার দেখে সেখানে যায়। অডিশনের নাম করে ডিরেক্টর তাকে নেশা খাইয়ে অসৎ কাজে বাধ্য করে। ভয়ে ও লজ্জায় মেয়েটি কাউকে সত্যি বলেনি, মাকে মিথ্যে বলেছিল। পরে ডিরেক্টররা ফোন বন্ধ করে দেয়। মানসিক যন্ত্রণায় মেয়েটি আত্মহত্যা করে।

মেয়েটির মৃত্যুর পর ডিরেক্টরের বাড়িতে অদ্ভুত ভৌতিক ঘটনা হতে থাকে। পাঁচ বছর পর আবার অডিশনের সময় ঠিক সেই মেয়ের মতো এক মেয়ে দেখা যায়। তাকে সন্ধ্যায় রুমে আসতে বলা হয়। সেখানে মেয়েটি ডিরেক্টরের লেখা ডায়েরি পড়ে, যেখানে তার ওপর অত্যাচারের কথাও লেখা ছিল। এরপর সে আসল রূপে ভৌতিক আকারে প্রকাশ পায় এবং ডিরেক্টরকে হত্যা করে। মেঝেতে রক্তে লেখা উঠে “আমি সেই মেয়ে”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code