Latest News

6/recent/ticker-posts

Ad Code

টোটো রেজিস্ট্রেশন ফি মুকুবের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

টোটো রেজিস্ট্রেশন ফি মুকুবের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

টোটো রেজিস্ট্রেশন ফি মুকুবের দাবিতে বুধবার বর্ধমান রেল স্টেশন থেকে আর টি ও অফিস পর্যন্ত টোটো নিয়ে বিক্ষোভ মিছিল ও জেলা পরিবহন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন সি আই টি ইউ। পুলিশের বাধা পেয়ে মাঝপথে বিক্ষোভ করেন তারা।


অবৈধ্য টোটোর লাগাম টানতে এবার টোটো রেজিস্ট্রেশনের ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর এরপর থেকেই রাজ্যের প্রতিটি জেলায় জেলায় শুরু হয় টোটো রেজিস্ট্রেশন পন্ধতি।আর টোটো রেজিস্ট্রেশনের ফি মুকুবের দাবিতে সামিল হয়ে বর্ধমান রেল স্টেশন থেকে আর টি ও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেয় সি আই টি ইউ।তাদের দাবি টোটো রেজিস্ট্রেশনের জন্য যে অর্থ নেওয়া হচ্ছে সেই অর্থ মুকুব করতে হবে বলে জানান তার।


সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলা সম্পাদক তাপস চ্যাটার্জী বলেন রাজ্য সরকার আঞ্চলিক রাজনৈতিক দল গুলোর সাথে কোনো আলোচনা না করে নিজেদের ইচ্ছামত টোটো চালকদের কাছ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য টাকা নিচ্ছে।আমরা চাইছি রেজিস্ট্রেশনের নামকরে টোটো চালকদের কাছ থেকে যে অর্থ নেওয়া হচ্ছে সেই অর্থ মুকুব করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code