Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইগনুর ৪০তম প্রতিষ্ঠা দিবস ও ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন, কলকাতা ও দিল্লিতে বিশেষ অনুষ্ঠান

ইগনুর ৪০তম প্রতিষ্ঠা দিবস ও ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন: কলকাতা ও দিল্লিতে বিশেষ অনুষ্ঠান

IGNOU Foundation Day 2025, IGNOU 40th Anniversary, Indira Gandhi 108th Birth Anniversary, IGNOU Kolkata Regional Centre, IGNOU News, Prof Uma Kanjilal, Peter Scott, Vikas Bhawan IGNOU, ইগনু প্রতিষ্ঠা দিবস, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, ইগনু কলকাতা, শিক্ষা সংবাদ, ইন্দিরা গান্ধী জন্মজয়ন্তী

সুরশ্রী রায় চৌধুরী, কলকাতা, ১৯ নভেম্বর ২০২৫: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU)-এর ৪০তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিতে বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরের পাশাপাশি কলকাতার আঞ্চলিক কেন্দ্রেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ নতুন দিল্লির ময়দান গঢ়িতে অবস্থিত বাবা সাহেব আম্বেদকর কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই মূল অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয়া উপাচার্য্য প্রফেসর উমা কাঞ্জিলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ এবং রয়্যাল সোসাইটির ফেলো (FRS), প্রফেসর পিটার স্কট। আধুনিক প্রযুক্তির সহায়তায় রিলে সিস্টেমের মাধ্যমে এই মূল অনুষ্ঠানটি সারা ভারতের সমস্ত আঞ্চলিক কেন্দ্রে সরাসরি সম্প্রচারিত হয়।

অন্যদিকে, সল্টলেকের বিকাশ ভবনে অবস্থিত ইগনুর কলকাতা আঞ্চলিক কার্যালয়েও দিনটি অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হয়। কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ আঞ্চলিক অধিকর্তা ডঃ সুজাতা দত্ত হাজারিকা, ডেপুটি আঞ্চলিক অধিকর্তা ডঃ শান্তনু মুখোপাধ্যায় এবং সহ-অধিকর্তা ডঃ অজয় বেহেরা। এছাড়াও আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ উপস্থিত থেকে দিল্লি থেকে সম্প্রচারিত মূল অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।

কলকাতা আঞ্চলিক কেন্দ্রের সকল আধিকারিক ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই চল্লিশ বর্ষ পূর্তি অনুষ্ঠানটি একটি স্মরণীয় রূপ নেয়। পরিশেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code