Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়ে SIR ফর্ম না পেয়ে চিন্তিত দিনহাটার এক ভোটার!

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়ে SIR ফর্ম না পেয়ে চিন্তিত দিনহাটার এক ভোটার! 

Dinhata news


২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। অথচ তার নামে এস আই আর ফর্ম ইস্যু হয়নি। ফলে প্রচন্ড সমস্যায় পড়েছেন ওই ভোটার। ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের এক নম্বর জায়গিরবালা বাড়ি এলাকায়। দিনহাটা বিধানসভা কেন্দ্রের ৭/ ১৮৪ নম্বর বুথের ওই ভোটারের নাম মোস্তফা শেখ। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী উদয়ন গুহ। এ বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, "দিনহাটার মিনি পাকিস্তান (!!)। বাবা মায়ের নাম ২০০২ এর ভোটার তালিকায় আছে। ছেলে ২০২৪ এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। কিন্তু ছেলে এবার ফরম পায়নি। এ ব্যাপারে নির্বাচন কমিশন কি বলবেন?"

এ বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, নির্বাচন কমিশন কি ভোটার কমানোর জন্য এসব করছেন। কিছু মানুষকে বাদ দিতে চাইছেন। বিজেপি বলছে মিনি পাকিস্তান। সেই কারণেই কি এসব হচ্ছে। বাবা মার নাম ২০০২ সালে ছিল। যে ব্যক্তি ২০২৪ সালেও ভোট দিয়েছেন। অথচ তাকে ফর্ম দেওয়া হয়নি। এগুলি কিছুতেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটার মোস্তফা শেখ বলেন, ২০০২ সালে আমার ভোটের বয়স হয়নি। ২০০৬ সাল থেকে প্রতিটি ভোটেই ভোট দিয়ে আসছি। ২০২৪ এর লোকসভা ভোটেও ভোট দিয়েছিলাম। অথচ এস আইআর ফরম পাইনি। দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও-কে জানিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও জানিয়েছি। এখন কি করব বুঝতে পারছি না।

এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও নিতিশ তামাং জানান, ওই ব্যক্তি এসেছিলেন এবং আমাকে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ এলে ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code