Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামীর প্রতিশোধে ভোটার তালিকায় ‘মৃত’ টুম্পা!

স্বামীর প্রতিশোধে ভোটার তালিকায় ‘মৃত’ টুম্পা!

Tumpa Das Mondal, voter list controversy, BLO misuse, husband declares wife dead, Sagardighi news, West Bengal voter fraud, domestic dispute,


বাংলার সাগরদিঘি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে ভোটার তালিকায় ‘মৃত’ দেখিয়ে নাম বাদ দিয়েছেন স্বামী, যিনি নিজেই ওই এলাকার বুথ লেভেল অফিসার (BLO)। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী টুম্পা দেবী জানিয়েছেন, প্রায় বারো বছর আগে তাঁর সঙ্গে পার্শ্বশিক্ষক স্বামীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। দেড় বছর আগে একমাত্র সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়ি চলে যান। সন্তানকে কে রাখবে, তা নিয়ে আদালত ও থানায় একাধিকবার দ্বারস্থ হয়েছেন দুজনেই। তবে এখনও বিচ্ছেদ হয়নি, ফলে টুম্পা দেবীর নাম শ্বশুরবাড়ির বুথে ভোটার তালিকায় রয়ে গেছে।

সম্প্রতি তিনি জানতে পারেন, বর্তমান ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা রয়েছে ‘E’ অর্থাৎ Expired, যা মৃত বোঝাতে ব্যবহৃত হয়। তাঁর অভিযোগ, স্বামী BLO-র দায়িত্বে থেকে ইচ্ছাকৃতভাবে তাঁর নাম বাদ দিয়েছেন, যাতে তাঁকে শিক্ষা দেওয়া যায়।

টুম্পা দেবী বলেন, “আমার স্বামী আমাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করেছেন। আমি সন্তানকে নিয়ে আলাদা থাকছি। কিন্তু ভোটার তালিকায় আমাকে ‘মৃত’ দেখানো হয়েছে, এটা সম্পূর্ণ প্রতিশোধমূলক কাজ।”

বিশেষজ্ঞরা মনে করছেন, BLO-র দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ গুরুতর প্রশাসনিক লঙ্ঘন। ভোটার তালিকা সংশোধনের সময় এমন ভুল বা ইচ্ছাকৃত পদক্ষেপ নিয়ে বিহার ও অন্যান্য রাজ্যেও বিতর্ক তৈরি হয়েছে। বিহারের জামুই জেলায় BLO-র ভুলে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো, স্বামী-স্ত্রীর নাম আলাদা করা, এমনকি অনুপস্থিত দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সুপ্রিম কোর্টেও এই ধরনের ভুলের বিরুদ্ধে পিটিশন দায়ের হয়েছে, যেখানে BLO-দের বিরুদ্ধে ভুয়ো ফর্ম ও মৃতদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে।

টুম্পা দেবী বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছেন। প্রশাসনের তরফে ভোটার তালিকা পুনর্বিবেচনা ও সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনা শুধু ব্যক্তিগত প্রতিহিংসার নয়, বরং প্রশাসনিক দায়িত্বের অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ। ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল কাজে BLO-দের নিরপেক্ষতা ও সততা বজায় রাখা জরুরি—না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code