Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত বড় শৌলমারি ঠাকুর পঞ্চানন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল সাহা

প্রয়াত বড় শৌলমারি ঠাকুর পঞ্চানন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল সাহা

sajal saha, teacher sajal saha, শিক্ষক সজল সাহা, দিনহাটার সংবাদ, দিনহাটার খবর, বড় শৌলমারি ঠাকুর পঞ্চানন উচ্চবিদ্যালয়



দিনহাটা: দিনহাটার শিক্ষা জগতে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বড় শৌলমারি ঠাকুর পঞ্চানন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল সাহা। কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি প্রলোকগমন করেন। তাঁর অকাল প্রয়ানে শোকস্তব্ধ দিনহাটার শিক্ষা এবং ক্রীড়াজগৎ।

সজল সাহা তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৯৭ সালের নভেম্বর মাসে। প্রথম অধ্যায়ে তিনি বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে শারিরিশিক্ষা বিষয়ের শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে, ২০০৩ সালে তিনি বড় শৌলমারি ঠাকুর পঞ্চানন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু সেই পদে বহাল ছিলেন। একজন সুযোগ্য শিক্ষকের পাশাপাশি তিনি দিনহাটার ক্রীড়াক্ষেত্রেও একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

সজ্জন ও কৃতী শিক্ষক সজল সাহার প্রয়াণে আজ তাঁর দীর্ঘদিনের কর্মক্ষেত্র বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে শোক জ্ঞাপন করা হয়। তাঁর মরদেহ বড় শৌলমারি ঠাকুর পঞ্চানন উচ্চবিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে।

মৃত্যুকালে তিনি তাঁর দুই কন্যা এবং স্ত্রীকে রেখে গেলেন। তাঁর প্রয়াণে শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়া অসম্ভব বলে মনে করছে দিনহাটার ওয়াকিবহাল মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code