গ্রাম পঞ্চায়েত সচিবকে বদলির বিরুদ্ধে অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েত সদস্যদের
গ্রাম পঞ্চায়েত সচিবকে বদলির বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান গেটে তালা ও তৃণমূলের পতাকার ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রাম পঞ্চায়েত সদস্যরা।
শুক্রবার এ ঘটনা ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। ফলে এদিন গ্রাম পঞ্চায়েতে অফিস বন্ধ ছিল। কোনরকম কাজকর্ম হয়নি। সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। তারা গ্রাম পঞ্চায়েতে কাজ করতে এসে ফিরে গিয়েছেন। দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য অবশ্য বলেন, বিষয়টি তিনি কিছুই জানেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সচিব কৃষ্ণা রায়ের অন্যত্র বদলির নির্দেশ এসেছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধান অসুস্থ অবস্থায় বাইরে চিকিৎসাধীন। এমত অবস্থায় গ্রাম পঞ্চায়েতে কোন কাজকর্ম হচ্ছে না। ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। এই বদলির বিরুদ্ধে এদিন সকালে গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে তৃণমূলের পতাকা টানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন গ্রাম পঞ্চায়েতের আর কোন কর্মী অফিসে ঢুকতে পারেননি। অফিস বন্ধ থাকার ফলে কাজকর্ম বন্ধ থাকে।
এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মল অধিকারী, জিয়ারুল হক, মঙ্গল চন্দ্র বর্মন প্রমুখরা বলেন, গ্রাম পঞ্চায়েত প্রধান অসুস্থ অবস্থায় বাইরে রয়েছেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি কৃষ্ণা রায়ের অন্যত্র বদলির নির্দেশ এসেছে। এমত অবস্থায় গ্রাম পঞ্চায়েতে কোনো রকম কাজকর্ম হচ্ছে না। তাইতো এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে হচ্ছে।
এ বিষয়ে সিপিআইএম জেলা নেতা শুভ্রালোক দাস বলেন, এভাবে একটি সরকারি অফিস কিছুতেই বন্ধ রাখা যায় না। কর্মী নিয়ে যদি কোন সমস্যা থাকে তাহলে তা প্রশাসনকে জানাতে পারতেন। তারা কিন্তু বিষয়টি কোন সরকারি আধিকারিককে জানাননি। সরকারি দলের হয়ে সরকারি দলের গ্রাম পঞ্চায়েত সদস্যরা এভাবে একটি অফিস বন্ধ করে দিয়ে অবিবেচনার পরিচয় দিয়েছেন। অফিস বন্ধ থাকায় বহু মানুষ অফিসে এসে ঘুরে গিয়েছেন।
যদিও দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য জানিয়েছেন, বিষয়টি তাকে জানানো হয়নি। কি করে একটি অফিস এভাবে বন্ধ রাখা হয়েছিল বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊