Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোমরে লুকোনো দেশি বন্দুক! সাহেবগঞ্জে যুবককে পাকড়াও পুলিশের

কোমরে লুকোনো দেশি বন্দুক! সাহেবগঞ্জে যুবককে পাকড়াও পুলিশের

Sahebganj news


গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযানে কোচবিহারের সাহেবগঞ্জ থানার খোচাবাড়ি বটতলা এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রদীপ রায়। তার বাড়ি মরনেয়া ২য় এলাকায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার জন্য প্রদীপকে আটক করা হয়। পরে তল্লাশির সময় তার কোমরে কাপড়ের ভাঁজে লুকোনো একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার হয়। অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করে প্রদীপ রায়কে গ্রেফতার করা হয়।


অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে Arms (Amendment) Act, 2019–এর অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এলো এবং এর উদ্দেশ্য কী—তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ অস্ত্র দমন ও অপরাধ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code