SSC: লিখিত পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েও ইন্টারভিউয়ে ডাক না পেয়ে পথে নামলো নতুন প্রার্থীরা
লিখিত পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েও ইন্টারভিউয়ে ডাক না পেয়ে পথে নামলো ফ্রেশার প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের SLST 2025-এর একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে লিখিত পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেলেও ডাক পায়নি চাকরিপ্রার্থীরা। কারণ অভিজ্ঞতার নিরিখে ১০ নম্বর যোগ হয়েই তৈরি হয়েছে ইন্টারভিউ তালিকা। ফলে নতুন প্রার্থীরা পিছিয়ে পড়েছে। আর তাই নতুন চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান। তা ঘিরে উত্তেজনা ছড়াল সল্টলেক করুণাময়ী চত্বরে। এ দিন করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান ছিল চাকরিপ্রার্থীদের।
পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়া থেকে এই অভিযান সম্পর্কে তারা জানতে পারে। আহ্বায়কদের সঙ্গে কথাও বলে। কিন্তু বিকাশ ভবনে এতজনকে একসঙ্গে যেতে দেওয়া যায় না। কারণ সেখানে বিএনএস-এর ১৬৩ ধারা বলবৎ থাকে। চাকরিপ্রার্থীরা তা মানতে চাননি। কথা কাটাকাটি, বাদানুবাদ শুরু হয়। এর পরেই উন্নয়ন ভবনের সামনে, রাস্তায় বসে পড়েন চাকরিপ্রার্থীরা। তাতেই যাতায়াতের পথ স্তব্ধ হয়ে যায়, পারদ চড়তে শুরু করে। প্রতিবাদে করুণাময়ীতে চলছে স্লোগান, ধর্না, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ।
প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের নির্দেশে ২০১৬-র প্যানেল বাতিল হয়। ফলে চাকরি চ্যুত হয়ে বহু শিক্ষক। এরপর আদালতের নির্দেশেই হয় পরীক্ষা। নির্দেশ মতো গেজেট নোটিফিকেশন প্রকাশ করে কমিশন। এরপর চলে আবেদন প্রক্রিয়া। তারপর গত ৭ই সেপ্টেম্বর নবম-দশম ও ১৪ই সেপ্টেম্বর একাদশ-দ্বাদশে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর হলো প্রকাশ করে কমিশন। গত শনিবার ইন্টারভিউ তালিকা প্রকাশ করে কমিশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊