Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেহাল ফলিমারি স্টেশন! ক্ষুব্ধ যাত্রীরা, অবিলম্বে আধুনিকীকরণের দাবি

বেহাল ফলিমারি স্টেশন! ক্ষুব্ধ যাত্রীরা, অবিলম্বে আধুনিকীকরণের দাবি

Falimari Station Falamari Railway Station Dinhatta Railway Station Dilapidated Railway Station Poor Passenger Amenities Rail Service Complaint

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা:

দিনহাটা: কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন ফলিমারি-র বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। বসার বেঞ্চ থেকে শুরু করে শৌচাগার, পানীয় জল, এমনকি প্ল্যাটফর্মে ঢোকার রাস্তা— সব ক্ষেত্রেই পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় জমেছে।


ফলিমারি স্টেশনে প্রতিদিন একাধিক ট্রেন থামা সত্ত্বেও যাত্রী পরিষেবা নিয়ে রেলের কোনও রকম হেলদোল নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা। তাঁদের মূল অভিযোগগুলি নিম্নরূপ:

বসার বেঞ্চ: যাত্রীদের বসার জন্য বেঞ্চগুলি থাকলেও, সেগুলি ঘাসের জঙ্গলে এবং ঝোপে ঢেকে গিয়েছে। ফলে বসার অযোগ্য হয়ে পড়েছে।

পানীয় জল: স্টেশনে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।

বিদ্যুৎ ও ফ্যান: স্টেশনে বিদ্যুৎ থাকলেও, ফ্যানগুলি ঘোরে না, যার ফলে গরমে যাত্রীদের কষ্ট হয়।

শৌচাগার: শৌচাগার থাকলেও তার দরজা নেই এবং আলোর কোনো ব্যবস্থা নেই, ফলে ব্যবহারের অযোগ্য।

প্ল্যাটফর্ম ও রাস্তা: প্ল্যাটফর্মে ট্রেনে ওঠানামাতেও সমস্যা রয়েছে। এছাড়া, স্টেশনে যাতায়াতের প্রধান রাস্তাও বেহাল এবং গর্তে ভরা।যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ফলিমারি স্টেশনের আধুনিকীকরণ করা প্রয়োজন বলে দাবি তুলেছেন স্থানীয় বিভিন্ন মঞ্চের নেতৃত্বরা।

কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষে রাজা ঘোষ এবং দিনহাটা নাগরিক মঞ্চের পক্ষে জয়গোপাল ভৌমিক বলেন, "ফলিমারি স্টেশন এই মহকুমার একটি অত্যন্ত পুরনো স্টেশন। বর্তমানে এর অবস্থা অত্যন্ত করুণ। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অবিলম্বে স্টেশনটিকে সংস্কার করা উচিত।"

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "ফলিমারি স্টেশনের বেহাল অবস্থার বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code