Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্ত্রীকে মেরে ধান ক্ষেতে খড় দিয়ে ঢেকে চম্পট দিল স্বামী!

স্ত্রীকে মেরে ধান ক্ষেতে খড় দিয়ে ঢেকে চম্পট দিল স্বামী!

Jalpaiguri news


জলপাইগুড়ি

স্ত্রীকে মেরে ধান ক্ষেতে খড় দিয়ে ঢেকে চম্পট দিল স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃতার নাম ফরিদা বেগম।ধূপগুড়ি ব্লকের মাগুরমারী ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম এলাকার ঘটনা।জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফরিদা বেগম বাড়ির বাইরে ছিলেন।হঠাৎই ফরিদার স্বামী বাবুল হোসেন বাড়িতে ঢোকেন এবং দা দিয়ে আলিমারির কাঁচ ভেঙ্গে সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে দেখে পরিবারের সদস্যরা।সেই সময় ঘরে থাকা দুই মেয়ে তাদের বাবার কাছে মায়ের খোঁজ করলে বাবুল হোসেন বলেন একটু পরে আসবে।এরপর অভিযুক্ত বাড়ি থেকে বের হয়ে যায়।

এরপর স্থানীয়রা একটি হাত পড়ে থাকতে দেখেন।সামনে গিয়ে দেখতে পায় এক মহিলার দেহ খড় দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার আই সি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী।মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় থানায় ময়নাতদন্তে।

মৃতার ভাইপো শাহাবুল আলি দাবি করেন গত মাস খানেক আগে তার পিসি তাকে জানিয়েছিল তার স্বামীর বিবাহবর্হিভূত সর্ম্পক রয়েছে।তার জেরে প্রায়শই শারীরিক নির্যাতন চলত পিসির উপর।এই খুনের ঘটনা সেকারনেই।জানা যায় অভিযুক্ত বাবুল হোসেন পেশায় টোটো চালক।ঘটনার পর থেকে সে নিখোজ।এতেই সন্দেহের তীর আরও জোরালো হচ্ছে।আচমকা ধানক্ষেতে হাত বেরিয়ে থাকতে দেখে ঘটনা প্রকাশ্যে আসে।যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code