শ্রীশ্রীনগেন্দ্র মঠের পূর্ব মেদিনীপুরের শাখা কার্যালয়ে উদযাপিত হল দামোদর মাস
তিনি নিজে ছিলেন যোগমার্গের সিদ্ধসাধক। কিন্তু ভক্ত - সাধারণের জন্য তিনি নির্দিষ্ট করে গিয়েছিলেন ভক্তি মার্গ। ভক্তদের চোখে যিনি হরিহরের অবতার - সেই "The Levitating Saint" ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের নাম যজ্ঞের আদর্শ সামনে রেখে পবিত্র দামোদর মাস উপলক্ষে কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের শাখা কার্যালয় - পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন পূর্বমুকুন্দপুরে এক মাস ধরে অনুষ্ঠিত হল ভাগবত পাঠ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।
এই উপলক্ষে ছিল নিত্য পূজিত রাধামাধব বিগ্রহের, মহর্ষি নগেন্দ্রনাথের শ্রীমূর্তির বিশেষ অভিষেক, পুজো এবং নাম সংকীর্তন।
এই উদযাপন পর্বে ছিল মহর্ষি নগেন্দ্রনাথের মহাজীবন প্রসঙ্গে আলোচনা এবং তাঁর উপদেশামৃত পাঠ। মহর্ষি নগেন্দ্রনাথের উদ্দেশে নিবেদিত এই সম্পূর্ণ পর্বটি পরিচালনা করেন শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর।
গতকাল ছিল এই আয়োজনের শেষ দিন। গতকালই সমাপ্ত হয় পবিত্র দামোদর মাসের শেষ পর্বের তিন দিনের নগর পরিক্রমা। এই সম্পূর্ণ পর্ব জুড়ে স্থানীয় শ্রদ্ধালুদের উপস্থিতি এবং অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এই আয়োজনের সামগ্রিক পরিকল্পনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস। সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্ব মুকুন্দপুর গঙ্গা নায়েকালী সেবা সমিতির সভাপতি সুবোধচন্দ্র দাস, সম্পাদক ভবতোষ দাস এবং নগেন্দ্র মিশনের কোষাধ্যক্ষ সঞ্জয় ভট্টাচার্য।
এ প্রসঙ্গে মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, মহর্ষি নগেন্দ্রনাথের সনাতন ধর্মের প্রচার ও প্রসারের উদ্দেশ্য সামনে রেখে শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং মিশনের এই শাখা কার্যালয়ে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। এই বিশেষ পর্বটিও ছিল তারই অন্তর্গত। আগামীতেও শ্রদ্ধেয় ড. রবীন্দ্রনাথ করের নেতৃত্বে এই কর্মধারা বজায় থাকবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊