Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Recruitment Scam : লকডাউনের মধ্যেও বিতরণ হয়েছিল নিয়োগপত্র, আদালতে সাক্ষীর বিস্ফোরক দাবি

SSC Recruitment Scam : লকডাউনের মধ্যেও বিতরণ হয়েছিল নিয়োগপত্র, আদালতে সাক্ষীর বিস্ফোরক দাবি

ssc recruitment scam, lockdown appointment letter, rti recruitment, ssc witness statement, ssc kolkata scam, ssc cbi case, ssc corruption bengal, ssc job fraud, ssc chairman arrest, ssc rti misuse, ssc appointment letter leak, ssc scam 2025, ssc court update, ssc witness testimony


স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সোমবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে মাধ্যমিক বোর্ডের এক প্রাক্তন টেকনিক্যাল অফিসার সাক্ষ্য দেন। তিনি জানান, ২০১৮ সালে প্রায় ৫ থেকে ৬ হাজার নিয়োগপত্র তৈরি ও বিতরণ হয়েছিল, যার মধ্যে কিছু নিয়োগপত্র লকডাউনের সময়েও বিতরণ করা হয়।

সাক্ষীর দাবি, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিংহ তাঁকে RTI-র অজুহাতে নিয়োগপত্র বিলির নির্দেশ দেন। RTI-তে কিছু নম্বর প্রকাশিত হওয়ায় ‘হাই প্রোফাইল’ প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র দিতে বলা হয়। লকডাউনের সময় কর্মীর অভাব থাকায়, নতুন বিল্ডিং থেকে চারজন কর্মীর মাধ্যমে নিয়োগপত্র বিলি করা হয়।

সাক্ষ্য অনুযায়ী, নিয়োগপত্র তৈরি হতো হার্ড কপির ভিত্তিতে সফট কপি করে। বোর্ডের সভাপতি বা নিয়োগ সেল থেকে নির্দেশ আসত, চেয়ারম্যানের স্ক্যান করা সই যুক্ত করে তা ইস্যু করা হতো। নিয়োগের নির্দেশ আসত ড. পারমিতা রায় ও পরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহ, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, প্রসন্ন রায় ও চন্দন মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন। তাঁর জামিনের জন্য পাঁচ লক্ষ টাকার বন্ড ইডির বিশেষ আদালতে জমা দেওয়া হয়েছে। তবে জেলমুক্তি আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পরেই সম্ভব, যার মধ্যে চারজনের সাক্ষ্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

আদালত জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার আরও দু’জনের সাক্ষ্যগ্রহণ হবে। সিবিআইয়ের তিনটি মামলায় তদন্তকারী আধিকারিকরাও সাক্ষী হওয়ায়, তাঁদের আদালত কক্ষে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code