Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR ঘোষনা হতেই বাজি ফাটিয়ে লাড্ডু বিলিয়ে উল্লাস বিজেপির!

SIR ঘোষনা হতেই বাজি ফাটিয়ে লাড্ডু বিলিয়ে উল্লাস বিজেপির! 

bjp


পশ্চিমবঙ্গ এস আই আর ঘোষনা হতেই সেলিব্রেশন বিজেপির বাজি ফাটিয়ে লাড্ডু খাইয়ে, এস আই আরকে স্বাগত বিজেপি কর্মীদের। রাজ্য আগামীকাল থেকে চালু হচ্ছে এস আই আর। সেই খুশিতেই বৈদ্যবাটি চৌমাথায় লাড্ডু বিলি করল বিজেপি। ভারতের জাতীয় নির্বাচন কমিশন এস আই আর চালু করুক অনেকদিন ধরেই দাবি করছিল বিজেপি। বিজেপির শীর্ষ নেতৃত্বের অভিযোগ ছিল মৃত ভোটার, ভুয়ো ভোটার, অবৈধ ভোটারের বাদ যাবে। স্বচ্ছ ভোটার তালিকা পাওয়া যাবে।

যদিও রাজ্যের শাসক তৃণমূল এস আই আর এর বিরোধিতা করে অভিযোগ করতে থাকে বৈধ ভোটারের নাম বাদ দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। কবে এফ আই আর রাজ্যে চালু হবে তা নিয়ে অবশেষে জল্পনা চলছিল।

আজ জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে আনুষ্ঠানিকভাবে সারা দেশের বারোটি রাজ্যে এস আই আর চালু ঘোষণা করেন। তাতেই উল্লাসিত হয়ে ওঠে এ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা। হাতে এস আই আর চালু হোক পোস্টার নিয়ে রাস্তায় নামে বিজেপি। প্রায় 1400 লাড্ডু বিক্রি করে তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code