রেলের সিদ্ধান্তে খুশি ডাবগ্রাম-ফুলবাড়ীর ব্যবসায়ীরা; পাশে দাঁড়ালেন বিধায়িকা শিখা চ্যাটার্জী
ডাবগ্রাম-ফুলবাড়ী, ২৬ অক্টোবর: ছট পূজার সকালে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকার প্রায় ২৫ জন ব্যবসায়ী। দীর্ঘ প্রতীক্ষার পর জানা গেল, রেল দপ্তর আপাতত তাদের উচ্ছেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। এই সুখবর আন্দোলনকারীদের কাছে পৌঁছে দিলেন স্থানীয় বিধায়িকা শিখা চ্যাটার্জী।
দুর্গাপূজার পর থেকেই মাথায় হাত পড়েছিল এই ২৫টি ব্যবসায়ী পরিবারের। রেল দপ্তরের উচ্ছেদের নোটিস পাওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তা গ্রাস করেছিল তাদের। কী হবে তাদের ভবিষ্যৎ? কীভাবে সংসার চলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পরিবার-সহ ধর্নায় বসেছিলেন তারা। এডিএমআর অফিসের সামনে শুরু হয় লাগাতার আন্দোলন।
অবশেষে এই আন্দোলনরত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জী। তিনি রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদের কাছ থেকে উচ্ছেদ আপাতত স্থগিত রাখার আশ্বাস নিয়ে আসেন।
রেলের এই সিদ্ধান্তের কথা তিনি নিজেই আন্দোলনকারীদের জানান। বিধায়িকা শিখা চ্যাটার্জী আন্দোলনকারীদের জয়ের জন্য অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। শুধু তাই নয়, ছট ব্রতীদের নতুন শাড়ি উপহার দিয়ে তিনি তাদের উৎসবে আনন্দ ভাগ করে নেন।
বিধায়িকা শিখা চ্যাটার্জী জানান, তিনি রেল আধিকারিকদের স্পষ্ট জানিয়েছেন যে রেল দপ্তর কোনো উন্নয়ন করতে গেলে আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রেল দপ্তর এই বিষয়ে সম্মতি জানিয়েছে। তিনি আশাবাদী, আগামীতে উচ্ছেদের মতো কোনো পদক্ষেপ নেওয়ার আগে রেল দপ্তর অবশ্যই পুনর্বাসন নিয়ে চিন্তা করবে।
রেলের এই সাময়িক সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। ছট পূজার শুভ দিনে এই স্বস্তির বার্তা পাওয়ায় ব্যবসায়ীদের পরিবারে আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে। আপাতত পুনর্বাসনের আশ্বাস পেয়ে তারা নিশ্চিন্তে তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাচ্ছেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊