Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবারের পুজোর থিম অন্যরকম, নিউ টাউনে অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসেসের আয়োজনে শ্যামা মায়ের পুজোতে মানুষের ঢল

এবারের পুজোর থিম অন্যরকম, নিউ টাউনে অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসেসের আয়োজনে শ্যামা মায়ের পুজোতে মানুষের ঢল

Kali Puja


পুজো যায়, পুজো আসে, কিন্তু এবারের শ্যামা মায়ের পুজো একেবারে ভিন্ন আমেজে। নিউ টাউনে অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসেস-এর উদ্যোগে আয়োজিত এবারের কালীপুজোর উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, এসসি ও ওবিসি রাজ্য সেলের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ, অশোক চক্রবর্তী, নিবেদিতা প্রসাদ সহ বিশিষ্ট ব্যক্তিরা।



অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন অমরনাথ প্রসাদ নিজে। সমাজসেবার অংশ হিসেবে তিনি প্রায় এক হাজার দুস্থ মানুষের হাতে পুজোর বস্ত্র তুলে দেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।



এবারের পুজোর থিম ‘আদিবাসী সংস্কৃতি’। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই প্যান্ডেল মন জয় করেছে সকলের। থিমের অভিনবত্বের জন্য এই পুজো ইতিমধ্যেই জিতে নিয়েছে কয়েকটি পুরস্কার।


নিউ টাউনের কালীপুজোর তালিকায় এখন বিশেষভাবে উচ্চারিত হচ্ছে এই পুজোর নাম। একা হাতে পুরো আয়োজন সামলেছেন অমরনাথ প্রসাদ। উদ্বোধনী দিন থেকেই প্যান্ডেলে উপচে পড়েছে ভিড়, আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসী ও দর্শনার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code