Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রত্যাবর্তন স্মরণীয় হল না! ব্যর্থ দুই তারকা কোহলি ও রোহিত

প্রত্যাবর্তন স্মরণীয় হল না! ব্যর্থ দুই তারকা কোহলি ও রোহিত 

Rohit and Virat


প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই ব্যাটার মিলে পিচে টিকলেন মাত্র ২২ বল। পেলেন না সেরকম রানও। রোহিত একা খেললো ১৪ বল আর কোহলি খেললো ৮ বল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে থেকেই বিরাট-রোহিতকে নিয়ে উন্মাদনার পারদ চরছিল। কিন্তু পারথে প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন ২ তারকা ব্যাটারই।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়কত্ব হারানোর পর প্রথমবার ওয়ান ডে ক্রিকেটে ব্যাট হাতে নামলেন রোহিত। জশ হ্যাজেলউডের আচমকা বাউন্স হওয়া বলের তাল সামলাতে পারেননি হিটম্যান। ১৪ বলে ৮ রান করে ফেরেন রোহিত।

রোহিতের থেকে খারাপ দশা কোহলির। তাঁর ফেস করা প্রথম ৭ বল রান করতেই পারলেন না তিনি। অষ্টম বলে কিছুটা এগিয়ে এসে ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত ক্যাচ লুফে নেন কুপার কোনোলি। খালি হাতেই প্যাভিলিয়নে ফিরলেন কোহলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code