নিম্নচাপের ভ্রুকুটি! কালীপূজা ও ভাইফোঁটায় কি বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ?
কলকাতা: ১৯ অক্টোবর, ২০২৫— উৎসবের মরসুমে ফের নিম্নচাপের চোখরাঙানি। কালীপূজা ও ভাইফোঁটার ঠিক আগে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এই সম্ভাব্য নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর কতটা পড়বে, তা নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। তবে, উপকূলীয় কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউ।
নিম্নচাপের পূর্বাভাস ও গতিপথ:
ভারতের আবহাওয়া দপ্তর (IMD) সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী ২৩/২৪ অক্টোবরের কাছাকাছি সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
এই নিম্নচাপটি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মূল অভিমুখ পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে থাকবে না, বরং তা দক্ষিণ ভারত—বিশেষত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে পারে।
কালীপূজা ও ভাইফোঁটার আবহাওয়া:
বেশিরভাগ পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি বাংলার উপকূল থেকে দূরে সরে যাওয়ার কারণে, কালীপূজা (সোমবার) এবং ভাইফোঁটার (বুধবার) দিনগুলিতে দক্ষিণবঙ্গে বড়সড় বৃষ্টির সম্ভাবনা খুব কম।
- শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস: কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মূলত পরিষ্কার এবং শুষ্ক থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা বা হালকা মেঘ দেখা যেতে পারে।
- বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা: নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বা স্থানীয়ভাবে সৃষ্ট বজ্রগর্ভ মেঘের কারণে, উপকূলবর্তী কয়েকটি জেলায়—যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর—শনি ও রবিবার সামান্য হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে তা উৎসবের মেজাজে বড় ধরনের ব্যাঘাত ঘটাবে না বলেই আশা করা হচ্ছে।
- তাপমাত্রা: বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য বেশি রয়েছে। এই সময়ে শীতের আগমনী বার্তা হিসেবে হালকা ঠান্ডা অনুভূত হলেও, নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্পের আধিক্য কিছুটা বাড়তে পারে, যার ফলে রাতের তাপমাত্রায় খুব বেশি পতন নাও হতে পারে।
বর্ষা বিদায় ও ভবিষ্যতের সতর্কবার্তা:
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বা খুব শীঘ্রই হবে। তবে অক্টোবর-নভেম্বর মাসগুলিতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া স্বাভাবিক ঘটনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে সৃষ্ট নিম্নচাপগুলির শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, তাই পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।
মোটের উপর, কালীপূজা ও ভাইফোঁটার জন্য যাঁরা উৎসবের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আপাতত স্বস্তির খবর। তবে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের আবহাওয়া দপ্তরের পরবর্তী বুলেটিনগুলির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊