Latest News

6/recent/ticker-posts

Ad Code

'সত্যপ্রদীপ' - ১৪৩১ বঙ্গাব্দ : একটি বিশ্লেষণ

'সত্যপ্রদীপ' - ১৪৩১ বঙ্গাব্দ : একটি বিশ্লেষণ

'সত্যপ্রদীপ' - ১৪৩২ বঙ্গাব্দ : একটি বিশ্লেষণ


-শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়

শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের মুখপত্র, আধ্যাত্মিক পত্রিকা - 'সত্য প্রদীপ' আত্মপ্রকাশ করেছিল ১৮৮১ সালে। যোগ-ভক্তি মার্গের মহান সাধক ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের প্রতিষ্ঠিত এই পত্রিকার বার্ষিক সংখ্যা : ১৪৩১- এ রয়েছে মহর্ষি নগেন্দ্রনাথের উপদেশামৃত, মহর্ষিদেবের মানসপুত্র শ্রীমৎ ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর 'সচিত্র ব্রহ্মচর্য্য ও শরীর পালন' এবং শ্রীমৎ ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর ত্যাগী শিষ্য শ্রীমৎ ভক্তিপ্রকাশ ব্রহ্মচারীর 'শ্রী গুরু চরণতলে' থেকে নির্বাচিত অংশের কিছু উজ্জ্বল উদ্ধার। সঙ্গে বিভিন্ন বিষয়ে নানা লেখা।

পরমহংস যোগানন্দ যাঁকে পরম শ্রদ্ধায় অভিহিত করেছেন "Bhaduri Mahasaya" হিসেবে - সেই মহর্ষি নগেন্দ্রনাথ ১৮৮১ সালে সনাতন ধর্মের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই আধ্যাত্মিক পত্রিকাটি প্রকাশ করেন। এই পত্রিকার ১৪৩১ বঙ্গাব্দের সপ্তদশ বার্ষিক সংখ্যায় প্রথমেই রয়েছে শোক সংবাদ। এখানে শ্রদ্ধা নিবেদিত হয়েছে সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠের আচার্য - প্রয়াত ড. রঘুপতি মুখোপাধ্যায়ের প্রতি। এরপর রয়েছে সম্পাদকীয়। তারপরে প্রকাশিত হয়েছে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের উপদেশামৃত থেকে নির্বাচিত অংশ, শ্রীমৎ ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর 'সচিত্র ব্রহ্মচর্য্য ও শরীর পালন' এবং শ্রীমৎ ভক্তিপ্রকাশ ব্রহ্মচারীর 'শ্রী গুরু চরণতলে' থেকে নির্বাচিত অংশ। এই উজ্জ্বল উদ্ধার অংশেই রয়েছে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের বিরচিত পরমার্থ সঙ্গীতাবলীর তিনটি নির্বাচিত সঙ্গীত।

দ্বিতীয় পর্বে রয়েছে কালিদাস ভট্টাচার্যের সুলিখিত 'উপাসনার ভেদ বিচার'। দেবাশীষ বোসের আদি শঙ্করাচার্যের মহাজীবন নিয়ে লেখা 'আচার্য শঙ্কর', ড. সত্যনারায়ণ দাশ লিখিত প্রবন্ধ 'শ্রেষ্ঠ কবিগুরু ও শ্রেষ্ঠ আধ্যাত্মগুরু', অচিন্তরতন দেবতীর্থের ' স্বাস্থ্যবিধির আরাধনা ও রোগ ব্যাধির মুক্তি' আলোচনা হিসেবে খুবই মূল্যবান। ড. রবীন্দ্রনাথ করের 'উপনিষদ থেকে' এবং সঞ্জয় ভট্টাচার্যের 'অমূল্য সংগ্রহ'-ও সুখপাঠ্য।




এছাড়াও রয়েছে মঠ ও মিশন সংবাদ ১৪৩০, মহর্ষিদেবের নবনির্মিত মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান সূচী, মঠ ও মিশনের প্রকাশিত পুস্তকের তালিকাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। ৪৪ পৃষ্ঠার এই সংখ্যাটির অনুদানমূল্য ১৫ টাকা।

বিভিন্ন মূল্যবান আলোচনায় সমৃদ্ধ 'সত্য প্রদীপ'-এর বার্ষিক সংখ্যা - ১৪৩১ নিঃসন্দেহে সংগ্রহে রাখার যোগ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code