Latest News

6/recent/ticker-posts

Ad Code

১২০ বছরের দিদার অন্নপ্রাশন! ধূপগুড়িতে অভিনব উদ্যোগে তাক লাগালো নাতি-নাতনিরা

১২০ বছরের দিদার অন্নপ্রাশন! ধূপগুড়িতে অভিনব উদ্যোগে তাক লাগালো নাতি-নাতনিরা

অন্নপ্রাশন, ধূপগুড়ি

ধূপগুড়ি, ২৭ অক্টোবর, ২০২৫:

বয়স প্রায় ১২০ বছর। জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় সব দাঁত পড়ে গিয়েছিল রুম্পা বর্মনের। কিন্তু সেই স্থানেই নতুন করে একটি দাঁত গজিয়ে উঠতে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়লেন পরিবারের সদস্য ও নাতি-নাতনিরা। আর এই খুশিতেই দিদার জন্য মহা ধুমধাম করে অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন করলেন তাঁরা। ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় দেখা গেল এই অভিনব উদ্যোগ।

বর্তমানে যেখানে শতায়ু হওয়াও বিরল, সেখানে রুম্পা বর্মনের ১২০ বছর বয়স। এই বয়সে নতুন করে দাঁত গজানোকে পরিবারের সদস্যরা এক শুভ সঙ্কেত হিসেবেই দেখছেন। এই আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নিতেই নাতি-নাতনিরা উদ্যোগ নেন অন্নপ্রাশনের।

শিশুসুলভ আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে সমস্ত রীতিনীতি মেনে চলা হয়। বাজি-বাজনা ডাকা হয়, আর ঠিক যেমন একটি শিশুর অন্নপ্রাশন হয়, সেই মতোই সমস্ত নিয়ম মেনে দিদার মুখে ভাত তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন মিলিয়ে প্রায় ৩০০ লোকের ভোজের আয়োজন করা হয়েছিল।

পরিবারের সদস্যদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাঁরা মনে করেন, বর্তমান যুগে এমন দীর্ঘ জীবন পাওয়া খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে দিদার ১২০ বছর বয়সকে উদযাপন করার এই চেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। দিদার প্রতি নাতি-নাতনিদের এই ভালোবাসা এবং উদ্যোগ খুশি এনেছে গোটা দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়। এদিন সমস্ত আচার মেনে দিদার মুখে ভাত তুলে দেওয়া হয়, যা এলাকার বহু মানুষের কাছে এক স্মরণীয় ঘটনা হয়ে রইল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code