Latest News

6/recent/ticker-posts

Ad Code

একদিনের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক আফ্রিদি

একদিনের ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক আফ্রিদি

Sahin Afridi


পাকিস্তানের এক দিনের ক্রিকেটের অধিনায়ক কর হলো শাহিন আফ্রিদিকে। এতদিন পাকিস্তানের একদিনের ক্রিকেটে অধিনায়ক ছিলেন মহম্মদ রিজ়ওয়ান। এবার মহম্মদ রিজ়ওয়ানকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলার পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক বদলের কথা জানিয়ে দিয়েছে।

২০২৪ সালে পাকিস্তানের এক দিনের দলের অধিনায়ক করা হয়েছিল রিজ়ওয়ানকে। অস্ট্রেলিয়া, জ়িম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় তাঁর নেতৃত্বেই জয় পায় দল। কিন্তু পরে ঘরের মাঠে ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হার, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় ও ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে সিরিজ় হারে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীন একদিনের ক্রিকেটে অধিনায়ক বদলের ঘোষনা করলো বোর্ড।

কেন রিজ়ওয়ানকে সরানো হল, তার কোনও ব‍্যাখ‍্যা পাক বোর্ডের বিবৃতিতে জানানো হয়নি। এমনকি ওই বিবৃতিতে রিজ়ওয়ানের নামও উল্লেখ করা হয়নি। পাক বোর্ড শুধু জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code