Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীপাবলির আলোকসজ্জার টুনি বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের

দীপাবলির আলোকসজ্জার টুনি বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের

Electric Shock


কালীপুজার দিন রাতে দীপাবলির আলোকসজ্জার টুনি বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম বাদল বিশ্বাস বয়স ৩০! এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় সিতাই ব্লকের সিতাই ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাউয়ারদিঘি এলাকায়।



ঘটনার বিবরণে জানা যায়, বাড়ির গেটে টুনি বাল্ব দিয়ে আলোকসজ্জা সাজাচ্ছিলেন। সেই সময় বৈদ্যুতিক মিটারের কাছে শর্ট সার্কিটের জেরে বাদল বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। প্রথমে ঘটনাটি দেখতে পান তার ভাগনি এবং তার চিৎকারে বাড়ির সদস্যরা ছুটে এসে বাদলকে উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে কোচবিহার এম.জে.এন. মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।



কালিপুজোর আনন্দময় পরিবেশে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়।



মৃত যুবক বাদল বিশ্বাসের মামি অর্পনা বিশ্বাস জানান “ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী, দিদি ও ছোট্ট ভাগ্নি ছিলেন। তারা বাড়ির ভিতরে ছিলেন, আর বাদল গেটের সামনে টুনি বাল্ব লাগাচ্ছিল। হঠাৎই দুর্ঘটনাটি ঘটে যায়।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code