Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধনে শ্যামা পুজোর মণ্ডপ নিগমনগরে

ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধনে শ্যামা পুজোর মণ্ডপ নিগমনগরে 

Kalipuja


দিনহাটা ১ ব্লকের নিগমনগর এলাকায় এনসিয়েন্ট ক্লাবের ৪৫তম বর্ষের শ্যামা পূজার মণ্ডপ শনিবার সন্ধ্যায় এক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো।

সন্ধ্যায় বিশেষ মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজার উদ্বোধন করেন নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রমের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্বামী জগদানন্দ সরস্বতী মহারাজ। তাঁর উপস্থিতিতে উৎসবের সূচনা হওয়ায় উপস্থিত সকলের মধ্যে এক পবিত্র ভাবাবেগ সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনহাটা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বর্মন, ক্লাবের সভাপতি, সম্পাদকসহ সকল সদস্য-সদস্যা এবং বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী।

কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, উৎসবকে কেন্দ্র করে এনসিয়েন্ট ক্লাব নানা আয়োজনের ব্যবস্থা করেছে। মণ্ডপ উদ্বোধনের আগে ক্লাবের পক্ষ থেকে 'বসে আঁকো' প্রতিযোগিতা আয়োজিত হয়, যেখানে এলাকার বহু ক্ষুদে শিল্পী তাদের সৃজনশীলতার ছাপ রাখে। এছাড়াও, প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় কচিকাঁচাদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ক্লাব কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানান, “এবারের থিমে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন ঘটানো হয়েছে। স্থানীয় মানুষের অফুরন্ত ভালোবাসা ও সহযোগিতার ফলেই এনসিয়েন্ট ক্লাব আজ তার ৪৫ বছরের ঐতিহ্য সফলভাবে ধরে রাখতে পেরেছে।”

এই বছরের শ্যামা পূজাকে ঘিরে নিগমনগর এলাকায় এক উৎসবের মেজাজ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code