Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্দনা

২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্দনা 

Smriti Mandhana


ভারতের প্রখ্যাত মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা নতুন ইতিহাস রচনা করে ফেললেন মহিলা ODI (One Day International) ক্রিকেটে ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ রান সংগ্রহ-এর রেকর্ড ভাঙলেন তিনি। পুরোনো রেকর্ডটি ছিল অন্য এক আইকনিক ব্যাটসম্যানের দখলে।

২০২৫ সালের বিভিন্ন সিরিজে পারফরম্যান্স দিয়ে স্মৃতি মন্ধনা ধাপে ধাপে এগিয়ে আসেন। নিয়মিত ফর্ম, ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তার মিলন ঘটিয়ে তিনি রেকর্ডটি নিজের করে নিয়েছেন। এই রেকর্ড ভাঙা কেবল একটি ব্যক্তিগত অর্জন নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের জন্যও গৌরবের মুহূর্ত।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ রান করেছেন তিনি। সেই ইনিংসের পর চলতি ক্যালেন্ডার বছরে তাঁর রান ১৭ ম্যাচে ৯৮২। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ সালে ১৬ ম্যাচে ৯৭০ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙেছেন মন্ধানা।


তার এই অর্জন আরও একবার প্রমাণ করল যে নারীরাও ক্রিকেটের শীর্ষ পর্যায়ে মাইলফলক গড়তে সক্ষম। স্মৃতি মন্ধনার রেকর্ড শুধু ইনিংস নয়, একটি বার্তা সুযোগ, পরিশ্রম ও ধারাবাহিকতা মিলে বড় কিছু করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code