কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, আহত ৫, গ্রেপ্তার ১
দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামে কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার। দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত ভালুকা গ্রাম। দীর্ঘদিন ধরেই গ্রামের একটি জায়গার রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাংশের সঙ্গে চিত্তরঞ্জন মহাদানীর বিবাদ চলছে।
গ্রামবাসীদের অভিযোগ, ওই রাস্তায় তারা ঠাকুর বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যেতে দেবে না বলে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় বলে অভিযোগ। অপরপক্ষের অভিযোগ, তারা বাড়ির সামনে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন দেখছিলেন। সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে তাদের উপর আক্রমণ করে করে বলে অভিযোগ। মারধরের পাশাপাশি গাড়ি ও বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ বুলা মহাদানীর।
দুপক্ষের পাঁচজন জখম হয়েছে। জখম হয়েছেন চন্ডী মাল, বয়স ৫২ বছর। তাছাড়াও শিশির হাজরা ও রাহুল হাজরা আহত হয়েছেন। যার মধ্যে চন্ডী মালের আঘাত গুরুতর। তাদের প্রত্যেককেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে আহত হয়েছেন চিত্তরঞ্জন মহাদানী, বয়স ৫৮ বছর ও তার ছেলে প্রশান্ত মহাদানী। আহত চিত্তরঞ্জন মহাদানীকে দুবরাজপুর গ্রামীন হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদেরকে গ্রামবাসীরা মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ প্রশান্ত মহাজানিকে গ্রেফতার করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊