Latest News

6/recent/ticker-posts

Ad Code

রোহিত ১২১, কোহলি ৭৪, শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

রোহিত ১২১, কোহলি ৭৪, শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

Ind vs Aus


রোহিত শর্মা এবং বিরাট কোহলির ১৬৮ রানের জুটি তৃতীয় একদিনের ম্যাচে জয় এনে দিল ভারতকে। তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথম দুই ম্যাচ হেরেছে ভারত। তৃতীয় ম্যাচ ছিল নিয়মরক্ষার। নিয়মরক্ষার ম্যাচে জয় ছিনিয়ে মান রক্ষা হলো ভারতের। এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসাবে প্রথম জয় পেলেন শুভমন গিল। শনিবার সিডনিতে ভারত জিতল ৯ উইকেটে। অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে ভারত ৩৮.৩ ওভারে ১ উইকেটে করল ২৩৭ রান।

প্রথম দু’ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। কিন্তু সিডনিতে রোহিত-কোহলির যুগলবন্দি দেখলো দর্শকরা। সাত মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন দু’জনেই। প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাড়ে চার মাস। ওপেন করতে নেমে এ দিনও দারুণ কিছু করতে পারেননি অধিনায়ক শুভমন। তবে তাঁর ২৬ বলে ২৪ রানের মধ্যে বড় ইনিংসের সম্ভাবনা ছিল। শুভমন আউট হওয়ার পর দায়িত্ব তুলে নেন দুই প্রাক্তন অধিনায়ক।

এদিন ১০৫ বলে এক দিনের ক্রিকেটে নিজের ৩৩তম শতরান করলেন রোহিত। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১২৫ বলে ১২১ রানের ইনিংস খেলে। তাঁর ব্যাট থেকে এল ১৩টি চার এবং ৩টি ছয়। ২২ গজের অন্য প্রান্তে কোহলি অপরাজিত থাকলেন ৮১ বলে ৭৪ রান করে। মারলেন ৭টি চার। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাঁরা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে পুরো ৫০ ওভার টিকতে পারেনি দলটি; ৪৬.৪ ওভারেই শেষ হয়ে যায় ইনিংস। শুরুটা ভালো করেছিলেন ট্রেভিস হেড (২৫ বলে ২৯) ও মার্শ (৫০ বলে ৪১)। ম্যাথু শর্ট করেন ৩০ রান, কিন্তু কোহলির দুরন্ত ক্যাচে ফেরেন সাজঘরে। দলের ভরসা জোগান ম্যাট রেন শ, যিনি ৫৮ বলে ৫৬ রানের ধীরস্থির ইনিংস খেলেন। অ্যালেক্স ক্যারে (২৪), এলিস (১৬) কিছুটা লড়াই করলেও শেষ দিকে উইকেট পড়তে থাকে ধারাবাহিকভাবে। স্টার্ক (২) ও হেজ়লউড (০) ব্যর্থ হন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ৪৬.৪ ওভারে, অ্যাডাম জাম্পা ২ রানে অপরাজিত থাকেন। ৩৯ রানে ৪ উইকেট নেন হর্ষিত, ৪৪ রানে ২ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ২৪ রানে ১ উইকেট মহম্মদ সিরাজের। কুলদীপ যাদব ১ উইকেট নিলেন ৫০ রানে। ৫২ রানে ১ উইকেট পেল প্রসিদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code