পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে শুরু SIR, জানালো নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর। এই ১২ রাজ্যে ৫১ কোটি ভোটারের তালিকার এসআইআর হবে।জ্ঞানেশ জানিয়েছেন, ১৯৫১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে আট বার। ২১ বছর আগে শেষ বার এসআইআর হয়েছে— ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত।
কমিশন জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি। পাশাপাশি শুধু অফলাইন নয় অনলাইনেও থাকছে সুবিধা। কেউ রাজ্যের বাইরে গেলে অনলাইনেই করতে পারবে কাজ।
মুখ্য নির্বাচন কমিশনার বলেন, "যে সমস্ত রাজ্যে SIR করা হবে, সেই সমস্ত রাজ্যের ভোটার তালিকা আজ রাত ১২ টায় ফ্রিজ করে দেওয়া হবে। সেই তালিকার সমস্ত ভোটারকে BLO-রা Unique Enumeration Form দেবেন। এই Unique Enumeration Form-এ বর্তমান ভোটার তালিকা থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকবে। বিএলওরা বিদ্যমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর, যাদের নাম গণনা ফর্মে রয়েছে তাঁরা সকলেই ২০০৩ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করবেন। যদি হ্যাঁ হয়, তাহলে তাঁদের কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যদি তাঁদের নাম না থাকে, কিন্তু তাঁদের বাবা-মায়ের নাম তালিকায় থাকে, তাহলে তাঁদেরও কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত SIR-এর ভোটার তালিকা http://voters.eci.gov.in-এ যে কেউ দেখতে পাবেন এবং তারা নিজেরাই এটি মেলাতে পারবেন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊