Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডুয়ার্সে ফের হাতির হামলায় মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী; বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ

ডুয়ার্সে ফের হাতির হামলায় মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী; বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ

Elephant Attack, Dooars, Jalpaiguri, Wild Elephant Death, Man Killed by Elephant, Sulkapara, Newkhunia Basti, Forest Department Negligence, Human-Elephant Conflict, Wildlife Tragedy


জলপাইগুড়ি: ২৪ অক্টোবর, ২০২৫: ডুয়ার্সে (Dooars) ফের বুনো হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। আজ, শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিউখুনিয়া বস্তিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু মঙ্গর (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে শম্ভু মঙ্গর তাঁর গরু খুঁজতে পাশের জমিতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি বুনো হাতির সামনে চলে আসেন তিনি। হাতিটি তাঁকে শুঁড় দিয়ে শূন্যে তুলে সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ, খুনিয়া স্কোয়াড এবং চালসার রেঞ্জের বন কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে ডুয়ার্সের এই অঞ্চলে হাতির হামলার ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, মানুষের নিরাপত্তা ও হাতির গতিবিধি নিয়ন্ত্রণে বন দপ্তর যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, যার ফলস্বরূপ প্রায়শই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে বন দপ্তরকে আরও সক্রিয় হয়ে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code