Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছট পুজো উপলক্ষ্যে দিনহাটা দীঘির ঘাট পরিদর্শনে মহকুমা পুলিশ, নিরাপত্তা নিয়ে আশ্বাস

ছট পুজো উপলক্ষ্যে দিনহাটা দীঘির ঘাট পরিদর্শনে মহকুমা পুলিশ, নিরাপত্তা নিয়ে আশ্বাস

chhath-puja-dinhata-dighi-ghat-police-inspection-security-assured

দিনহাটা: ২৪ অক্টোবর, ২০২৫: দিনহাটা শহরের প্রাণকেন্দ্র দীঘিতে আসন্ন ছট পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা এবং প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে ঘাট পরিদর্শন করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) ধীমান মিত্র।

আগামী ২৭ ও ২৮ অক্টোবর ছট পুজো উপলক্ষে দিনহাটা শহর ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত-পূণ্যার্থী দীঘি এবং আশপাশের বিভিন্ন ঘাটে সমবেত হবেন। ভক্তদের নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার লক্ষ্যে আগেভাগেই প্রশাসনিক স্তরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে।

এদিনের পরিদর্শনে মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পৌর প্রতিনিধিরা। তাঁরা দীঘি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাট ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনকে নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সাংবাদিকদের জানান, "ছট পুজোর সময় ঘাটে যাতে কোনো রকম ভিড়জনিত সমস্যা বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে, সে বিষয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক থাকবে। ভক্তদের সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য।" তিনি আরও বলেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হবে এবং মহিলাদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা রাখা হবে।

অন্যদিকে, দিনহাটা পৌরসভার পক্ষ থেকেও ঘাটের পরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানান, ঘাটগুলিতে আলোকসজ্জা, পানীয় জলের সুবন্দোবস্ত এবং পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশ ও প্রশাসনের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই ছট পুজোয় ভিড় হয়, তবে এ বছর এত আগেভাগে প্রশাসন প্রস্তুতি শুরু করায় এবং নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়ায় তাঁরা অনেকটাই নিশ্চিন্ত এবং স্বস্তিতে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code