Latest News

6/recent/ticker-posts

Ad Code

পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ কাণ্ড: চৌধুরীহাটে দায়ের কোপে গুরুতর জখম মা ও মেয়ে, অভিযুক্ত বাবা পলাতক

পারিবারিক অশান্তির জেরে ভয়াবহ কাণ্ড: চৌধুরীহাটে দায়ের কোপে গুরুতর জখম মা ও মেয়ে, অভিযুক্ত বাবা পলাতক

chaudhuryhat-family-violence-mother-daughter-injured-father-absconding


চৌধুরীহাট: তুচ্ছ পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী ও মেয়ের ওপর ধারালো দায়ের কোপ মারার অভিযোগ উঠল স্বামী-বাবার বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের চৌধুরীহাটের নাগরের বাড়িতে বৃহস্পতিবার রাতে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগরের বাড়ির বাসিন্দা অভয় বর্মনের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী মাধবী বর্মন ও দুই মেয়ের প্রায়শই অশান্তি লেগে থাকত। জানা যায়, বছর কুড়ি আগে অভয় বর্মন অন্যত্র বিয়ে করে সংসার পাতলেও তিনি মাঝেমধ্যেই প্রথম স্ত্রীর বাড়িতে আসতেন এবং অশান্তি করতেন।

তবে বৃহস্পতিবার রাতের অশান্তি ভয়াবহ আকার ধারণ করে। পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি বিক্রি করা নিয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে অভয় বর্মনের বচসা শুরু হয়। এই সময় রাগের বশে অভয় বর্মন ধারালো দা দিয়ে প্রথমে মেয়ের ওপর আঘাত হানেন। কন্যাকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী মাধবী বর্মন বাধা দিতে গেলে, অভিযুক্ত স্বামী তাঁর গলায় দায়ের কোপ মারেন। এই হামলায় স্ত্রী এবং কন্যা দুজনেই গুরুতরভাবে আহত হন।

চিৎকার শুনে পাশের বাড়ির আত্মীয়-স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই আহত মা ও মেয়েকে উদ্ধার করে তড়িঘড়ি বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

অন্যদিকে, এই ভয়াবহ কাণ্ড ঘটানোর পর থেকেই অভিযুক্ত অভয় বর্মন এলাকা থেকে পলাতক। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code