Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা সংহতি ময়দানে ৫১তম বর্ষে ‘সওয়া উনিশ হাত কালী’

দিনহাটা সংহতি ময়দানে ৫১তম বর্ষে ‘সওয়া উনিশ হাত কালী’

kali puja, dinhata kali puja,

দিনহাটা, কোচবিহার: সবে দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই দিনহাটা জুড়ে শুরু হয়ে গেল কালীপুজোর প্রস্তুতি। দিনহাটায় ‘বিগ বাজেট’-এর পুজোর প্রচলন সেভাবে না থাকলেও, বেশ কয়েকটি কালীপুজো দিনহাটা শহরবাসীর কাছে অতি পরিচিত। তার মধ্যে অন্যতম হলো দিনহাটা সংহতি ময়দানে অনুষ্ঠিত 'নাম নেই সংঘে'র সওয়া উনিশ হাত কালীপুজো। এই পুজো তার বিশালত্ব এবং জৌলুসের জন্য উত্তরবঙ্গবাসীর কাছে বিশেষ আকর্ষণীয়।

এ বছর 'নাম নেই সংঘে'র এই বিখ্যাত কালীপুজো ৫১তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রতি বছরের মতো এবছরও সমস্ত নিয়ম-নিষ্ঠা মেনে স্থানীয় সংহতি ময়দানে সওয়া উনিশ হাত কালী প্রতিমার পুজো অনুষ্ঠিত হবে।

এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো দেবী প্রতিমার সুবিশাল রূপ। প্রায় সওয়া উনিশ হাত উচ্চতার এই মাতৃমূর্তি দর্শনের জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা দিনহাটায় ছুটে আসেন। পুজো কমিটির যুগ্ম সম্পাদক শিবনাথ বোস জানান, তাঁদের পুজো সম্পূর্ণ তান্ত্রিক মতে অনুষ্ঠিত হয় এবং সেই সঙ্গে বলিরও আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা অন্তত একবারের জন্য হলেও এই বড়ো কালীর দর্শন করে যান।

বিশালত্বের এই মূর্তি গড়তে যে বিপুল পরিমাণ উপকরণের প্রয়োজন হয়, তা রীতিমতো চমকপ্রদ। পুজো উদ্যোক্তাদের তরফে জানা যায়, প্রতিমা নির্মাণে প্রায় পাঁচ মণ পাটকাঠি, দুই হাজার খড়ের আঁটি, ৫০ কেজি সুতলি, এবং তিন রকমের মাটি—এঁটেল, বেলে ও কালো—ব্যবহার করা হয়। এছাড়া, প্রতিমার চুল তৈরির জন্য প্রয়োজন হয় প্রায় ৮০ কেজি পাট। স্থানীয় মৃৎশিল্পীদের তত্ত্বাবধানে দুর্গাপুজো শেষ হওয়ার পর থেকেই প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মাত্র দশ-বারো দিনের মধ্যেই এই বিশাল প্রতিমা পূর্ণতা লাভ করে।

কালীপুজোর এই জাঁকজমকের সঙ্গে বাড়তি পাওনা হিসেবে প্রতি বছরই সংহতি ময়দানে বসে বিরাট মেলা। এবছরও থাকবে সেই বিশেষ আকর্ষণ। পুজো উপলক্ষে টানা চোদ্দ দিনের এই মেলা দিনহাটার উৎসবের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক শিবনাথ বোস বলেন, সুবিশাল মাতৃমূর্তির দর্শনের পাশাপাশি এই দীর্ঘস্থায়ী মেলাও এই পুজোর অন্যতম আকর্ষণ।

দিনহাটা সংহতি ময়দানে 'নাম নেই সংঘে'র সওয়া উনিশ হাত কালীপুজো তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি দিনহাটার ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ—যার টানে প্রতি বছরই একত্রিত হন অসংখ্য মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code