Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার মাঘপালায় কালিমূর্তি ও মণ্ডপে অগ্নিকাণ্ড, শোকস্তব্ধ এলাকা, পরিদর্শনে প্রাক্তন সাংসদ

কোচবিহার মাঘপালায় কালিমূর্তি ও মণ্ডপে অগ্নিকাণ্ড, শোকস্তব্ধ এলাকা, পরিদর্শনে প্রাক্তন সাংসদ

কোচবিহার মাঘপালায় কালিমূর্তি ও মণ্ডপে অগ্নিকাণ্ড, শোকস্তব্ধ এলাকা, পরিদর্শনে প্রাক্তন সাংসদ


কোচবিহার ১ নং ব্লকের মাঘপালা বাজারে এক মর্মান্তিক অগ্নিসংযোগের ঘটনায় বিশালাকার ৪৮ ফুটের মা কালি মূর্তির একটি বড় অংশ ও মণ্ডপের একটি অংশ ভস্মীভূত হয়েছে। গতকাল ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাবাসী এখনও শোক ও হতাশায় আচ্ছন্ন।

এই দুর্ঘটনার পরেই ঝাঁপিয়ে পড়েছে পূজা কমিটি। মণ্ডপটি পুনরায় সজ্জিত করা ও ফ্রেক্স কাঠামোর ওপর মায়ের অবয়ব পুনরায় স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যার মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে পূজার পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে।

এই ঘটনায় এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন প্রাক্তন সাংসদ ও বর্তমান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি স্থানীয়দের সাথে কথা বলেন এবং এই দুর্ঘটনায় গভীর সমবেদনা জানান।

পার্থ প্রতিম রায়ের বলেন-"গতকালের এই দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এলাকার মানুষের মনোবল ভাঙেনি দেখে আমি অভিভূত। পূজা কমিটির সদস্য স্থানীয় যুবসমাজ যে অসাধারণ তৎপরতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের এই সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে, সম্প্রীতি এবং আস্থাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি সম্পূর্ণ বিশ্বাস করি, আজ সন্ধ্যার মধ্যেই তারা মণ্ডপ এবং মূর্তি পুনরুদ্ধারের কাজ শেষ করবে এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে। প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রয়েছি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code