দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, কাঠগড়ায় মন্ত্রীর পুত্র
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা:
রাজ্যে এসআইআর (SIR) ঘোষণার আবহেই ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। সোমবার রাতে দিনহাটা বাবু পাড়া এলাকায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির গুরুতর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই হামলার নেতৃত্ব সরাসরি মন্ত্রী উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহ দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা।
মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন বিজেপি নেতা ও জেলা সম্পাদক অজয় রায়। তিনি জানান, "সোমবার রাতে আমার দিনহাটা বাবু পাড়া এলাকার বাসভবনের সামনে ইচ্ছাকৃতভাবে বোমা হামলা চালানো হয়েছে।" তিনি স্পষ্ট করে বলেন, "গতকাল রাতে আমার বাড়ির সামনে সায়ন্তন গুহর নেতৃত্বে ইচ্ছাকৃতভাবে বোমাবাজি করা হয়েছে।"
অজয় রায় সংবাদমাধ্যমকে তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজও দেখান। তিনি বলেন, এই হামলার উদ্দেশ্য বিজেপি কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তিনি দাবি করেন, "আসলে তারা (তৃণমূল) ভয় পাচ্ছে, সেই কারণেই এই ধরনের হামলা চালিয়ে আমাদের ভীত সন্ত্রস্ত করতে চাইছে।"
যদিও বিজেপির এই অভিযোগ সঙ্গে সঙ্গেই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সাহা পাল্টা অভিযোগ তুলে বিজেপি নেতার দাবিকে উড়িয়ে দিয়েছেন।
পার্থ সাহা বলেন, "অজয় রায় রাতে মদ্যপ অবস্থায় থাকে। তাই সে কী অভিযোগ করছে, সেটা নিয়ে কোনো মাথাব্যথা আমাদের নেই।" মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে আনা অভিযোগকে 'হাস্যকর' আখ্যা দিয়ে তিনি বলেন, "ওর মত একটি 'চুনোপুটি'র (নগণ্য ব্যক্তি) বাড়িতে সায়ন্তন গুহ আক্রমণ করবে – এটা একেবারেই হাস্যকর দাবি।"
বোমাবাজির অভিযোগ প্রসঙ্গে পার্থ সাহা আরেকটি যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, গতকাল ছট পূজা ছিল, আর এই উৎসবের দিনে বাজি পটকা ফাটবেই। "সেটার জন্য ওর (অজয় রায়) অনুমতি নিতে হবে নাকি?"— প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।
এই ঘটনাকে ঘিরে দিনহাটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যদিও পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊