Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরীক্ষার জন্য বন্ধ নয়! উচ্চমাধ্যমিক ও ক্লাস চলবে পরপর!

পরীক্ষার জন্য বন্ধ নয়! উচ্চমাধ্যমিক ও ক্লাস চলবে পরপর!

wb school students


এ বার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র লিখতে আর তিন ঘণ্টা নয়, সময় মিলবে মাত্র এক ঘণ্টা ১৫ মিনিট। সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই দুপুর থেকে আবার ক্লাস নেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতেও স্কুল পুরোপুরি বন্ধ রাখার কোনও দরকার নেই। পরীক্ষা শেষ হয়ে গেলে নবম, দশম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য দুপুর ১২টা ৩০ মিনিট থেকে নিয়মিত ক্লাস শুরু করা যেতে পারে।

পর্ষদের এই সিদ্ধান্তে শিক্ষাজগতের অনেকেই মনে করছেন, এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিরতি কম হবে। আগে যেমন পরীক্ষার দিন পুরো স্কুল বন্ধ থাকত, তা আর হবে না। তবে একাংশ শিক্ষকের মতে, নতুন নিয়ম কার্যকর করতে গেলে স্কুলগুলিকে বাড়তি প্রস্তুতি নিতে হবে বিশেষ করে দুপুরে নতুন করে ক্লাস চালু করার ক্ষেত্রে।

শিক্ষক-অভিভাবকদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পরীক্ষার দিনগুলিতে এই পরিবর্তন শিক্ষার্থীদের সময় নষ্ট কমাবে এবং ধারাবাহিক পড়াশোনায় সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code