Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC-র নতুন পরীক্ষা নিয়ে আশঙ্কা: 'আবার একটা জালিয়াতি হবে'—অভিজিৎ গঙ্গোপাধ্যায়

SSC-র নতুন পরীক্ষা নিয়ে আশঙ্কা: 'আবার একটা জালিয়াতি হবে'—অভিজিৎ গঙ্গোপাধ্যায়


SSC recruitment 2025, Abhijit Gangopadhyay SSC comment, SSC exam fraud allegation, West Bengal teacher recruitment, SSC new exam controversy, Supreme Court SSC directive, SSC corruption case, SSC 2016 scam, BJP MP Abhijit Gangopadhyay, SSC transparency issue



কলকাতা, ২ সেপ্টেম্বর:

স্কুল সার্ভিস কমিশনের (SSC recruitment 2025) নতুন নিয়োগ পরীক্ষা ঘিরে ফের বিতর্কের সুর। ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার ফলে বাতিল হয়েছিল প্রায় ২৬,০০০ চাকরি। সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এবার সেই নিয়োগের পুনরায় পরীক্ষা হতে চলেছে ৭ ও ১৪ সেপ্টেম্বর। কিন্তু এই পরীক্ষার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিজিৎ (Abhijit Gangopadhyay) বলেন, “আবার একটা জালিয়াতি হবে। সেটা আন্দাজ করা সম্ভব।” তাঁর মতে, রাজ্য সরকার এবং SSC পরীক্ষার্থীদের সঙ্গে ছেলেখেলা করছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করছে।

তিনি (Abhijit Gangopadhyay) আরও বলেন, “এই পরীক্ষা SSC-র হাত থেকে নিয়ে নেওয়া উচিত। অথবা একটি সুপারভাইজারি বডি তৈরি করে এই কাজটা করা উচিত।”

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী SSC প্রস্তুতি শুরু করেছে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “সুপ্রিম কোর্ট যে স্বচ্ছতার জন্য লিস্ট বের করতে বলেছিল, সেটা হল না। রাজ্য কত রকমের ভাঁওতাবাজি চালাবে? সুপ্রিম কোর্টকেও ভাঁওতা দিচ্ছে।” তিনি স্পষ্টভাবে জানান, এই তালিকার উপর কোনওভাবে নির্ভর করা যাবে না।

এদিকে, সোমবার সুপ্রিম কোর্ট নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কমিশনকে সতর্ক করে জানায়, নতুন পরীক্ষাতেও যদি কোনওভাবে বেনিয়ম হয়, তাহলে কোর্ট কঠোর ব্যবস্থা নেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code