Latest News

6/recent/ticker-posts

Ad Code

CTET: খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি, শুরু করুন প্রস্তুতি

CTET: খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি, শুরু করুন প্রস্তুতি 


ctet


আসন্ন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET)–এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে খুব শীঘ্রই এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় শিক্ষক নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য প্রার্থীরা আবেদন করতে অধীর অপেক্ষায় রয়েছে। আবেদন শুধুমাত্র অনলাইনে, সরকারি ওয়েবসাইট ctet.nic.in–এর মাধ্যমে করতে হবে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই শুরু হবে আবেদন গ্রহন‌। 

আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করে নাম, শিক্ষাগত যোগ্যতা, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। তার পর নির্ধারিত ফি অনলাইনে জমা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

পরীক্ষাটি দুটি স্তরে হবে—

পেপার I: প্রাথমিক স্তরের (ক্লাস ১–৫) শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ধারণ করবে।

পেপার II: উচ্চ প্রাথমিক স্তরের (ক্লাস ৬–৮) জন্য প্রযোজ্য।

শিক্ষক নিয়োগে CTET–এর গুরুত্ব অনেক। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে বহু বেসরকারি স্কুলেও চাকরির ক্ষেত্রে CTET সনদ থাকলে সুযোগ বাড়ে। তাই এ বছরও প্রচুর প্রার্থী পরীক্ষায় বসবেন বলে অনুমান।

পরীক্ষার প্রবেশপত্র আবেদন প্রক্রিয়া শেষ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সঠিক তারিখ শীঘ্রই জানাবে CBSE।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code