Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSSC recruitment scam: আত্মসমর্পণ করলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে

SSC নিয়োগ দুর্নীতি: আত্মসমর্পণ করলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে, আদালতে জামিনের আবেদন


- SSC recruitment scam - Paresh Adhikari SSC case - Ankita Adhikari teacher appointment - CBI charge sheet SSC - West Bengal teacher recruitment corruption - SSC Group C case - Alipore special court SSC



পশ্চিমবঙ্গের বহুল আলোচিত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আদালতের সমন পেয়ে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন পরেশ ও অঙ্কিতা। সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে জানান, অঙ্কিতার নাম অবৈধভাবে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, এবং তিনি কোনও ব্যক্তিত্বমূলক পরীক্ষায় অংশ না নিয়েও শিক্ষক পদে নিযুক্ত হন। এই মামলায় অভিযোগকারী ছিলেন পরীক্ষার্থী ববিতা সরকার, যাঁর স্থান অঙ্কিতার অন্তর্ভুক্তির ফলে পিছিয়ে যায়।

একই দিনে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন পার্সোনাল সেক্রেটারি সুকান্ত আচার্য। এছাড়া নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আদালতে হাজিরা দেন এসএসসি কর্তা সমরজিৎ আচার্য ও আধিকারিক পর্ণা বসু। তাঁদের বিরুদ্ধেও সিবিআই চার্জশিট দাখিল করেছে।

নাইসা সংস্থার দুই আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনশল আদালতের সমন পেয়ে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। সিবিআই জানিয়েছে, এই মামলাগুলিতে অভিযুক্তদের ভূমিকা পৃথক হলেও প্রতিটি ক্ষেত্রেই গুরুতর অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আদালত জামিনের আবেদন গ্রহণ করলেও রায়দান স্থগিত রেখেছে। মামলার পরবর্তী শুনানিতে জামিন সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই মামলাগুলির অগ্রগতি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code