Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBSSC: এসএসসি ভবন অভিযানে আদালতের শর্তসাপেক্ষ অনুমতি, মিছিল নয়—দাবি পেশ করতে পারবেন সুমন বিশ্বাস

এসএসসি ভবন অভিযানে আদালতের শর্তসাপেক্ষ অনুমতি, মিছিল নয়—দাবি পেশ করতে পারবেন সুমন বিশ্বাস

SSC protest, Suman Biswas, Kolkata High Court, SSC building march, teacher recruitment controversy, SSC qualified candidates, Acharya Sadan, police action SSC protest, SSC agitation Bengal, SSC demand submission



স্কুল সার্ভিস কমিশনের (SSC) ভবন অভিযানে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দাবিসনদ পেশের জন্য পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে আচার্য সদনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মিছিল বা গণজমায়েতের অনুমতি দেওয়া হয়নি।

সোমবার করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলের আবেদন করেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের একাংশ। পুলিশের তরফে সেই আবেদন প্রত্যাখ্যান করা হলে, সুমন বিশ্বাস আদালতের দ্বারস্থ হন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, বিকেল ৪টেয় সুমন বিশ্বাস-সহ পাঁচজন প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে তাঁদের দাবি পেশ করতে পারবেন।

দিনভর উত্তেজনার আবহে করুণাময়ী মেট্রো স্টেশনে ঘটে যায় আরও একটি ঘটনা। সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়—একজন নীল শার্ট পরা ব্যক্তির সঙ্গে সুমন বিশ্বাসের ধস্তাধস্তি। ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশ আধিকারিক হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগ ওঠে, কোনও FIR বা মামলা না থাকা সত্ত্বেও বিধাননগর উত্তর থানার পুলিশ সুমনকে হেনস্তা করছে। যদিও ভিডিওতে ওই পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, “সুমনকে ধরতে আসিনি।” এই অভিযোগের সত্যতা এখনও যাচাই হয়নি।

প্রসঙ্গত, এর আগেও ১৮ আগস্ট ‘যোগ্য’ চাকরিহারাদের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই সময়ও পুলিশি হস্তক্ষেপের অভিযোগ ওঠে। সুমন বিশ্বাসের ভাই দাবি করেন, ভোর সাড়ে পাঁচটায় পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং আদিসপ্তগ্রাম স্টেশন থেকে সুমনকে আটক করে মগড়া থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় ৮-৯ ঘণ্টা পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থীদের দাবি, কমিশন ইতিমধ্যে ‘দাগি’ ও ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে। তাহলে প্রমাণিত যোগ্যদের কেন ফের পরীক্ষায় বসতে হবে—এই প্রশ্নেই আন্দোলন জোরদার হচ্ছে। আদালতের নির্দেশে আন্দোলনের নতুন দিশা মিললেও, প্রশাসনিক বাধা ও পুলিশি নজরদারির কারণে উত্তেজনা অব্যাহত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code